গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
মূসক-৬.৬
উৎস কর কর্তন সনদপত্র
[বিধি ৪০ এর উপ-বিধি(১) এর দফা (চ) দ্রষ্টাব্য]
উৎসে কর কর্তনকারীর সত্তার নাম:
উৎসে কর কর্তনকারীর সত্তার ঠিকানা:
উৎসে কর কর্তনকারীর সত্তার বিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে):
উৎসে কর কর্তন সনদ পত্র নং: জারির তারিখ:
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, আইনের ধারা ৪৯ অনুযায়ী উৎসে কর কর্তনযোগ্য সরবরাহ হইতে প্রযোজ্য মূল্য সংযোজন কর বাবদ উৎসে কর কর্তন করা হইল। কর্তনকৃত মূল্য সংযোজন করে অর্থ বুক ট্রান্সফার/ট্রেজারি চালান/দাখিল পত্রের বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমে সরকারী কোষাগোরে জমা প্রদান করা হইয়অছে। কপি এতদসংগে সংযুক্ত করা হইলো (প্রযোজ্য ক্ষেত্রে)।
ক্রমিক নং | সরবরাহকারীর | সংশ্লিষ্ট কর চালানপত্র | মোট সরবরাহ মূল্য১ (টাকা) | মূসকের পরিমান (টাকা) | উৎসে কর্তনকৃত মূসকের পরিমান (টাকা) | ||
নাম | বিআইএন | নম্বর | ইস্যূর তারিখ | ||||
ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার –
স্বাক্ষর:
নাম:
১মূসক ও সম্পূরক শুল্ক যদি থাকে সহ মূল্য
মূসক ৬.৬ ফরম ডাউনলোড পিডিএফ
Mushok 6.6 Download Word Copy
মূসক ৬.৬ ফরম ডাউনলোড এক্সেল কপি
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।