bangladesh logo

[গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় রাজস্ব বোর্ড

মূসক-৩.১

মূসকে এজেন্ট সনদপত্রের জন্য আবেদনপত্র

[বিধি ১৬ এর উপ-বিধি (৩) ও (৫) দ্রষ্টাব্য]

অংশ-১: সাধারণ তথ্য
আবেদনকারীর ব্যবসার সনাক্তকরণ সংখ্যা 
আবেদনকারীর করদাতা সনাক্তকরণ সংখ্যা 
আবেদনকারীর নাম 
অংশ-২: আবেদনকারীর যোগ্যতা

নিম্নবর্ণিত তথ্যসমূহের মধ্যে আপনার জন্য প্রযোজ্যটিতে টিক চিহ্ন দিন।

(ক) আইনের ধারা ১৩০ এর অধীনে নিযুক্ত মূসক পরামর্শক

(খ) ইন্সটিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর সদস্য হিসাবে নিবন্ধিত চার্টাড একাউন্ট্যান্ট ও একাউন্ট্যান্ট

(গ) ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর সদস্য হিসাবে নিবন্ধিত কোনো আইনজীবী

(ঘ) বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য হিসাবে নিবন্ধিত কোনো আইনজীবী

(ঙ) সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহে, মূল্য সংযোজন কর বিভাগের এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা

(চ) এফবিসিসিআই কর্তৃক মনোনীত বেসরকারি খাতের বিশেষজ্ঞ ব্যবসায়ি প্রতিনিধি

(ছ) চাটার্ড সেক্রেটারিজি আইন, ২০১০ (২০১০ সনের ২৫ নং আইন) এর ধারা ২ দফা (৬) সংজ্ঞায়িত চার্টার্ড সেক্রেটারি

(জ) মূসক এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্তির লক্ষ্যে অনাবাসিক ব্যকিত্ কর্তৃক প্রাথমিকভাবে সম্মতি লাভ করিয়অছে এইরূপ বাংলাদেশে নিবন্ধিত কোনো স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠান বা চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্ম বা আইন পরামর্শক প্রতিষ্ঠান

অংশ-৩: আবেদনের জন্য প্রয়োজনীয় দলিলাদি

পরিশোধিত ফি’র পরিমাণ (টাকা):

পে অর্ডার নম্বর:

পে অর্ডারের তারিখ:

ব্যাংকের নাম ও শাখা:

যাহার বরাবর পে অর্ডার করা হইয়াছে:

অংশ-৪: ঘোষণা

আমি ঘোষণা করিতেছে যে, এই আবেদনে প্রদত্ত তথ্য সর্বোতবাবে সম্পূর্ণ সত্য ও নির্ভুল।

নাম:

পদবি:

স্বাক্ষর ও সীল


এস আর ও নং -৩০৮-আইন/২০২০/১২৬-মূসক, তারিখ: ১৫ নভেম্বর, ২০২০ দ্বারা প্রতিস্থাপিত।

ডাউনলোড মূসক ৩.১ এর ওয়ার্ড কপি অথবা পিডিএফ কপি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top