[বাংলাদেশ গেজেট পরবর্তী বিশেষ সংখ্যায় প্রকাশিতব্য]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
ঢাকা
[ভ্যাট বিভাগ]
সাধারণ আদেশ নং-১৭/মূসক/২০১৯ তারিখ: ২ শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ / ১৭ জুলাই, ২০১৯ খ্রিষ্টাব্দ
বিষয়: টার্নওভার নির্বিশেষে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর আওতায় নিবন্ধিত হইবার লক্ষ্যে দিক-নির্দেশনা প্রদান।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৪ এর উপ-ধারা (২) এর দফা (ঘ) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড নিম্নবর্ণিত-
(ক) টেবিল-১ এর কলাম (১) এ উল্লিখিত Customs Act. 1969(Act IV of 1969) এর First Schedule এর শিরোনামা সংখ্যা (Heading No.) এর বিপরীত কলাম (২) এ বিধৃত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) বিপরীতে কলাম (৩) এর বর্ণিত পণ্যের উৎপাদনকারীকে,
(খ) টেবিল-২ এর কলাম (১) এ উল্লিখিত শিরোনামা সংখ্যার বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সেবা কোড এর আওতাধীন কলাম (৩) বর্ণিত সেবা প্রদানকারীকে, এবং
(গ) অবস্থান নির্বিশেষে সুপারশপ, শপিংমল ও টেবিল -৩ এর কলাম (১) এর উল্লিখিত Customs Act. 1969(Act IV of 1969) এর First Schedule এর শিরোনামা সংখ্যা (Heading No.) এর বিপরীত কলাম (২) এ বিধৃত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) বিপরীতে কলাম (৩) এর বর্ণিত ব্যবসায়ী পর্যায়ের সরবরাহসহ যে সকল করযোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবাস্থল জেলা শহর ও সিটি কর্পোরেশন এর আওতাধীন এলাকায় অবস্থিত তাহাদেরকে,
বার্ষিক টার্নওভারের পরিমাণ নির্বিশেষে উক্ত আইনের ধারা ৬ এর আওতায় নিবন্ধিত হইবার এবং কর প্রদানের আদেশ প্রদান করিল, যথা:-
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।