Genaral Order No 17/Mushok/2017-সাধারণ আদেশ নং ১৭

[বাংলাদেশ গেজেট পরবর্তী বিশেষ সংখ্যায় প্রকাশিতব্য]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় রাজস্ব বোর্ড

ঢাকা

[ভ্যাট বিভাগ]

সাধারণ আদেশ নং-১৭/মূসক/২০১৯ তারিখ: ২ শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ / ১৭ জুলাই, ২০১৯ খ্রিষ্টাব্দ

বিষয়: টার্নওভার নির্বিশেষে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর আওতায় নিবন্ধিত হইবার লক্ষ্যে দিক-নির্দেশনা প্রদান।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৪ এর উপ-ধারা (২) এর দফা (ঘ) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড নিম্নবর্ণিত-

(ক) টেবিল-১ এর কলাম (১) এ উল্লিখিত Customs Act. 1969(Act IV of 1969) এর First Schedule এর শিরোনামা সংখ্যা (Heading No.) এর বিপরীত কলাম (২) এ বিধৃত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) বিপরীতে কলাম (৩) এর বর্ণিত পণ্যের উৎপাদনকারীকে,

(খ) টেবিল-২ এর কলাম (১) এ উল্লিখিত শিরোনামা সংখ্যার বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সেবা কোড এর আওতাধীন কলাম (৩) বর্ণিত সেবা প্রদানকারীকে, এবং

(গ) অবস্থান নির্বিশেষে সুপারশপ, শপিংমল ও টেবিল -৩ এর কলাম (১) এর উল্লিখিত Customs Act. 1969(Act IV of 1969) এর First Schedule এর শিরোনামা সংখ্যা (Heading No.) এর বিপরীত কলাম (২) এ বিধৃত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) বিপরীতে কলাম (৩) এর বর্ণিত ব্যবসায়ী পর্যায়ের সরবরাহসহ যে সকল করযোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবাস্থল জেলা শহর ও সিটি কর্পোরেশন এর আওতাধীন এলাকায় অবস্থিত তাহাদেরকে,

বার্ষিক টার্নওভারের পরিমাণ নির্বিশেষে উক্ত আইনের ধারা ৬ এর আওতায় নিবন্ধিত হইবার এবং কর প্রদানের আদেশ প্রদান করিল, যথা:-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top