Depreciation এবং Amortization এর ওপর ভ্যাট সংক্রান্ত বিধিান কি?

মাঠ পর্যায়ে প্রচুর প্রতিষ্ঠানের ভ্যাট অডিট হচ্ছে। ভ্যাট অডিট করতে গেলে যেসব প্রতিষ্ঠানের সিএ অডিট রিপোর্ট আছে, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলত সিএ অডিট রিপোর্টের ভিত্তিতে ভ্যাট অডিট করা হয়।

সিএ অডিট রিপোর্টে যে ক্রয় দেখানো আছে, মূলত সেই হেডগুলোর বিপরীতে উৎসে ভ্যাট কর্তন করা হয়েছে কিনা তা যাচাই করা হয়। সিএ অডিট রিপোর্টের কয়েকটা হেড/সাব-হেডে ভ্যাট প্রযোজ্য হবে কিনা তা নিয়ে প্রায়শঃ বিতর্কের সৃষ্টি হয়। এর মধ্যে দুটি সাব-হেড হলো, depreciation এবং amortization.

এই সমস্যার সমাধান করতে হলে, প্রথমে আমাদের বুঝতে হবে যে, depreciation এবং amortization বলতে কি বোঝায়? স্পর্শাতীত সম্পত্তি (Intangible assets e. g. license, copyright, software, right of use of assets etc.) ও বিলম্বিত খরচ (Deferred expense e.g. customer acquisition cost)কে মেয়াদের মাঝে ভাগ করে দেয়াকে amortization বলা হয়।

আর depreciation হলো, কোনো tangible asset এর ক্ষেত্রে বিভিন্ন বছরে এভাবে মূল্য হ্রাসকরণ।  Depreciation এবং amortization এর কনসেপ্ট একই। Tangible asset এর ক্ষেত্রে এ্যাকাউন্টস-এ মূল্য হ্রাসকরণকে depreciation বলা হয়। Intangible assets এর ক্ষেত্রে এ্যাকাউন্টস-এ মূল্য হ্রাসকরণকে amortization বলা হয়।

স্পর্শাতীত সম্পত্তি ক্রয়কালে ভিডিএস প্রযোজ্য হতে পারে। যেমন মোবাইল কোম্পানিগুলো যখন বিটিআরসির নিকট থেকে স্পেকট্রাম লাইসেন্স ক্রয় করে তখন ভিডিএস প্রযোজ্য হয়। ক্রয়ের সময় পেমেন্ট থেকে ভিডিএস কর্তন করলে পরে আর বাৎসরিক এমোরটাইজেশন এর সময় ভিডিএস কর্তন করতে হবে না।

এ দুই ধরনের এসেট ক্রয় করার সময় এ্যাকাউন্টস এর এসেট হেডে বুক করা হয়। ক্রয় করার সময় ভ্যাট বা ভিডিএস যা প্রযোজ্য হয়, তা পরিশোধ করতে হবে। পরিশোধ করা হয়েছে কিনা তা সংশ্লিষ্ট অর্থ-বছরের অডিট করার সময় যাচাই করা যেতে পারে।

এই এসেটগুলো ক্রমে ক্রমে মূল্যহীন হয়ে যায়। তাই, এ্যাকাউন্টস-এ ক্রমে ক্রমে মূল্যহীন করতে হয়। প্রতি বছর এ্যাকাউন্টস তৈরি করার সময় এসেট হেড থেকে একটা অংশ ধরুন ৫ শতাংশ বা ১০ শতাংশ ইত্যাদি depreciation এবং amortization করে সেটুকু প্রফিট এন্ড লস এ্যাকাউন্টের depreciation এবং amortization সাব-হেড এর আওতায় বুক করা হয়।

এভাবে এক সময় এ্যাকাউন্টস থেকে ওই এসেটের মূল্য শূন্য হয়ে যায়, এসেট নিজেও মূল্যহীন হয়ে যায়। অর্থাৎ depreciation এবং amortization এর ক্ষেত্রে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় হয়না, কোনো মূল্য লেন-দেন হয়না।

তাই, ভ্যাট প্রযোজ্য হওয়ার বা ভিডিএস কর্তন করার কোনো প্রশ্ন আসে না। এটা এ্যাকাউন্টস-এর একটা পদ্ধতি মাত্র। Intangible addition এমন একটা এ্যাকাউন্ট সাব-হেড। একই কথা এক্ষেত্রেও প্রযোজ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top