ব্যবসায়ী পর্যায়ে কি সম্পূরক শুল্ক আরোপিত আছে?

জনমনে ভ্যাট সচেতনতা সৃষ্টির কার্যক্রমের ধারাবাহিকতায় আজ আমরা ছোটো একটা বিষয় শিখবো; সেটা হলো, সম্পূরক শুল্ক ব্যবসায়ী স্তরে আরোপিত নেই। ভ্যাট আইনের ধারা ৫৫ এর উপ-ধারা ৫-এ এ বিষয় ‍উল্লেখ রয়েছে

যদিও আইনের ভাষা পড়ে হয়তো সাধারণ মানুষের কাছে বোধগম্য হবে না। ধারা ৫৫(৫) এ উল্লেখ রয়েছে “কোন সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহের উপর কেবলমাত্র একটি পর্যায়ে সম্পূরক শুল্ক প্রদেয় হইবে।” এই উপ-ধারার অর্থ হলো, ব্যবসায়ী পর্যায়ে সম্পূরক শুল্ক প্রযোজ্য হবে না।

ভ্যাট আইনের দ্বিতীয় তফসিল হলো সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য ও সেবার তালিকা। দ্বিতীয় তফসিলের টেবিল-১ এ বর্ণিত পণ্যের ক্ষেত্রে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক প্রযোজ্য রয়েছে।

টেবিল-২ এ বর্ণিত পণ্যের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক প্রযোজ্য রয়েছে। যদিও টেবিল-২ এর শিরোনামে “সরবরাহ পর্যায়” উল্লেখ রয়েছে, এর অর্থ হলো উৎপাদন পর্যায়। টেবিল-৩ এ বর্ণিত সেবার ক্ষেত্রে সম্পূরক শুল্ক প্রযোজ্য রয়েছে। টেবিলে সম্পূরক শুল্কের হার উল্লেখ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top