১৫% ভ্যাট প্রদান করা লাভ না ক্ষতি?

জনমনে ভ্যাট সচেতনতা সৃষ্টির কার্যক্রমের ধারাবাহিকতায় আজ আমরা একটা বিষয় আলোচনা করবো, সেটা হলো, ১৫% ভ্যাট পরিশোধ করে রেয়াত নেয়া সুবিধাজনক

আপনারা জানেন যে, বর্তমানে ভ্যাটের হার মূলত ১৫%, ১০%, ৭.৫% এবং ৫%। অবশ্য আরো কয়েকটা হার রয়েছে। বিক্রির ওপর ১৫% ভ্যাট পরিশোধ করা হলে উপকরণের ওপর পরিশোধ করা ভ্যাট রেয়াত নেয়া যায়, অর্থাৎ ফেরৎ নেয়া যায়।

যদি কোনো প্রতিষ্ঠানের অধিকাংশ উপকরণের ওপর ভ্যাট পরিশোধ করা থাকে, আর সে প্রতিষ্ঠান যদি বিক্রির ওপর ১৫% ভ্যাট প্রদান করে উপকরণের ওপর পরিশোধ করা ভ্যাট রেয়াত নেয়, তাহলে দেখা যায় যে, সবশেষে সে প্রতিষ্ঠানের নীট ভ্যাট ২% বা ৩% প্রদেয় হয় অর্থাৎ অনেক কম হয়।

আর রেয়াত না নিয়ে ১০% বা ৭.৫% ভ্যাট পরিশোধ করা হলে অনেক বেশি ভ্যাট দিতে হয়। রেয়াত নিতে হলে হিসাবপত্র সঠিকভাবে সংরক্ষণ করতে হয়।

ভ্যাট ব্যবস্থায় রেয়াত নেয়ার একই সুবিধা সম্পর্কে অনেকেই সচেতন নন। সব মানুষের পক্ষে সচেতন হওয়াও সম্ভব নয়। প্রফেশনালদের দায়িত্ব হলো, অন্যদেরকে সচেতন করা।

আমাদের দেশে নানা কারণে যথেষ্ট সংখ্যক ভ্যাট প্রফেশনাল গড়ে ওঠেনি। প্রফেশনাল মূল্যবোধসম্পন্ন একটা সুসংগঠিত শ্রেণী গড়ে উঠলে, তখন সকলে আইনের সব সুবিধা নিতে পারবেন, সঠিকভাবে আইন পরিপালিত হবে, ইন-শা-আল্লাহ।

আমাদের বিক্রয়ের ওপর ১৫% ভ্যাট পরিশোধ করে উপকরণের ওপর পরিশোধ করা ভ্যাট রেয়াত নিলে নীট ভ্যাট কত হয়। এভাবে হিসাব করে আমরা নিজ নিজ সঠিক সিদ্ধান্ত নিতে পারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top