ভ্যাট রিটার্ন, ভ্যাট চালান, ট্রেজারী চালান ইত্যাদি ভ্যাট অফিসার কর্তৃক কি প্রত্যয়ন করতে হবে?

জনমনে ভ্যাট সচেতনতা সৃষ্টির কার্যক্রমের ধারাবাহিকতায় আজ আমরা একটা বিষয় আলোচনা করবো, ইন-শা-আল্লাহ্। সেটা হলো, ভ্যাট অফিসারকে দিয়ে ভ্যাট চালানপত্র (মূসক-৬.৩), ট্রেজারি চালান, হার্ডকপি কাগুজে রিটার্ন ইত্যাদি স্বাক্ষর বা সত্যায়ন করাতে হবে কিনা।

এক কথায় উত্তর হলো, ভ্যাটদাতার এসব ডকুমেন্ট ভ্যাট অফিসারকে দিয়ে স্বাক্ষর বা সত্যায়ন করার বিধান নেই। তবে, শুধুমাত্র ৩টা ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। সেগুলো এখন আলোচনা করবো, ইন-শা-আল্লাহ।

উৎসে মূসক কর্তন বিধিমালার বিধি ৫(৬) এবং ৫(৭) দয়া করে দেখুন। এখানে ৩টা সেবা উল্লেখ রয়েছে। সেবা ৩টা হলো, বিজ্ঞাপনী সংস্থা, টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী এবং আসবাবপত্রের উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট বিক্রির ক্ষেত্রে।

এই ৩টা ক্ষেত্রে ভ্যাট চালানপত্র ভ্যাট অফিসার কর্তৃক সত্যায়ন করাতে হবে তাও নয়। বিষয়টা হলো, এই ৩টা সেবা উৎসে ভ্যাট কর্তনের তালিকায় রয়েছে। তাই, বিজ্ঞাপনী সংস্থা এবং টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী এ দুটি সেবা যদি উৎসে কর্তনকারী সত্তাকে প্রদান করা হয়, তাহলে ভ্যাট চালানপত্র (মূসক-৬.৩) রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যয়ন করে দিতে হবে

তাহলে উৎসে ভ্যাট কর্তন করতে হবে না। এই সেবা দুটি উৎসে কর্তনকারী ছাড়া অন্য কোথাও সরবরাহ দিলে ভ্যাট চালানপত্র প্রত্যয়ন করাতে হবে না। আর আসবাবপত্র যদি উৎপদানস্থল থেকে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করা হয়, সেক্ষেত্রে ভ্যাট হার ১৫%।

আসবাবপত্র যদি উৎপদানস্থল থেকে সরাসরি উৎসে কর্তনকারীর কাছে বিক্রি করা হয়, শুধুমাত্র সেক্ষেত্রে ভ্যাট চালানপত্র রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যয়ন করে দিলে উৎসে ভ্যাট কর্তন করতে হবে না। এই হলো ভ্যাট ব্যবস্থায় প্রত্যয়ন সংক্রান্ত বিধান।

বাস্তবে মাঠ পর্যায়ে যেটা হয় তা হলো, অনেকে দাখিলপত্র অনলাইনে দাখিল না করে হার্ডকপি দাখিল করে ভ্যাট অফিসারকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়ে আসেন।

আবার, অনেকে অনলাইনে রিটার্ন দাখিল করার পর হার্ড কপি প্রিন্ট করে ভ্যাট অফিসারকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়ে আসেন। আবার, অনেকে শুধুমাত্র ট্রেজারি চালানের মাধ্যমে ভ্যাট জমা দেন। দাখিলপত্র দাখিল করেন না।

ট্রেজারি চালান ভ্যাট অফিসারের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিয়ে আসেন। এসব প্র্যাকটিসের কোনো আইনগত ভিত্তি নেই। এসব বেআইনি, অবান্ধব প্র্যাকটিস থেকে বিরত থাকার জন্য সকলকে বিনীত অনুরোধ করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top