ফ্রিল্যান্সিং-এর ক্ষেত্রে কি ভ্যাট দিতে হবে?

মাঝে মাঝে অনেকে ফ্রিল্যান্সিং-এর ক্ষেত্রে ভ্যাট সংক্রান্ত বিধান কী তা জানতে চান। কোনো কোনো সময় ফ্রিল্যান্সিং-এর বিপরীতে যে রেমিট্যান্স আসে তা থেকে ব্যাংক ভ্যাট কেটে রাখে।

আবার, কোনো কোনো সময় ব্যাংক ভ্যাট কাটে না। এ বিষয়ে অস্পষ্টতা রয়েছে। ফ্রিল্যান্সিং আমাদের দেশের জন্য একটা অগ্রাধিকারমূলক খাত। অনেক বেকার মানুষ মফস্বলে বসে শুধুমাত্র নিজ প্রচেষ্টায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে আয় করছেন, দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন

ফ্রিল্যান্সিং-এর ক্ষেত্রে আমাদের দেশের স্থানও অনেক ওপরে। অর্থাৎ এটা একটা সম্ভাবনাময় খাত। আমাদের রপ্তানি বহুমুখীকরণ দরকার। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং একটা গুরুত্বপূর্ণ খাত হতে পারে, ইন-শা-আল্লাহ।

ফ্রিল্যান্সিং বিষয়টা কী সেটা জানা দরকার। ফ্রিল্যান্সিং হলো, বাংলাদেশে বসে বিদেশে কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করে অনলাইনে পাঠিয়ে দেয়া। এটা মূলত তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কাজ।

বিদেশী প্রতিষ্ঠানে ডাটা এন্ট্রি, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট তৈরি, কনটেন্ট তৈরী, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভার্চুয়াল এসিসট্যান্স ইত্যাদি কাজ মূলত করা হয়। বৈদেশিক মুদ্রায় ব্যাংকের মাধ্যমে পেমেন্ট আসে। ব্যাংক এনক্যাশমেন্ট সার্টিফিকেট ইস্যু করে।

এবার ভ্যাটের বিধানে আসি। বৈদেশিক মুদ্রায় ব্যাংকের মাধ্যমে পেমেন্ট পাওয়া গেলে এবং ব্যাংক থেকে এনক্যাশমেন্ট সদনপত্র ইস্যু করা হলে এই কাজ রপ্তানি বলে বিবেচিত হবে। তাই, কোনো ভ্যাট প্রযোজ্য হবে না, ব্যাংক উৎসে ভ্যাট কর্তন করবে না।

এ সংক্রান্ত হাইকোর্টের একটা আদেশে রয়েছে, যেখানে বলা হয়েছে যে, এনক্যাশমেন্ট সনদপত্র ইস্যু করা হলে সে লেনদেন রপ্তানি বলে গণ্য হবে। (রীট পিটিশন নং-৪১৩২/২০০২, ১১ বিএলসি ১৮০)। রপ্তানি ভ্যাটমুক্ত করা হয়েছে মূলত রপ্তানির বিপরীতে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি এই কারণে।

বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের সাথে যোগ হয় যা দিয়ে আমাদের দেশ আমদানির মূল্য পরিশোধ করে। বৈদেশিক মুদ্রায় ফ্রিল্যান্সিং এর সেবা পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক এনক্যাশমেন্ট সদনপত্র ইস্যু করে এবং বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে।

বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের সাথে যোগ হয়। তাই, ফ্রিল্যান্সিং সেবা রপ্তানি বলে বিবেচিত হবে। ফ্রিল্যান্সিং সেবার ওপর ভ্যাট প্রযোজ্য হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top