ভ্যাট অফিসারের কি প্রবেশ, তল্লাশি ও জব্দ করার ক্ষমতা আছে?

ভ্যাট অফিসার ব্যবসাস্থলে প্রবেশ করেন, তল্লাশি করেন, পণ্য, যানবাহন, নথিপত্র ইত্যাদি জব্দ করেন। মাঝে মাঝে এ নিয়ে কেউ কেউ প্রশ্ন করে থাকেন।

ভ্যাট আইন অনুসারে, কমিশনার বা মহাপরিচালক সহকারী কমিশনার বা সহকারী পরিচালকের নিম্নে নন এমন অফিসারকে প্রবেশ, তল্লাশি ও জব্দ করার ক্ষমতা দিতে পারেন।

তাছাড়া, ভ্যাট বিভাগীয় দপ্তরের বিভাগীয় কর্মকর্তা এবং ভ্যাট সার্কেল অফিসের রাজস্ব কর্মকর্তা নিজ ক্ষমতাবলে নিজ অধিক্ষেত্রে প্রবেশ, তল্লাশি ও জব্দ করতে পারেন।

এসব অফিসার যখন মাঠ পর্যায়ে প্রবেশ, তল্লাশি ও জব্দ করার জন্য যান, তখন তাঁর সাথে অন্যান্য অফিসার তাঁকে সহযোগীতা করার জন্য যান। আইনের আওতায় অনুমোদিত কার্যক্রম সম্পাদনে ভ্যাট অফিসারকে সহযোগিতা করা নিবন্ধিত ব্যক্তির দায়িত্ব।

অফিসারদের সাথে ভালো আচরণ করা, তাঁদের কাজে সহযোগিতা করা, প্রয়োজনীয় তথ্য ও দলিলাদি সরবরাহ করা ইত্যাদির মধ্যে আমাদের বিবেচনায় সরকার এবং নিবন্ধিত ব্যক্তি উভয়ের মঙ্গল নিহিত রয়েছে। আসুন আমরা সকলে আইন পরিপালন করি এবং সহযোগিতাপূর্ণ আচরণ করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top