আবাসিক উদ্দেশ্যে ভাড়া নেয়া হলে ভ্যাটের প্রযোজ্যতা

মাঝে মাঝে প্রশ্ন পাওয়া যায় যে, আবাসিক উদ্দেশ্যে ভাড়া নেয়া হলেও অনেক সময় ভ্যাট পরিশোধ করতে বলা হয়, এর কারণ কী? আমরা জানি যে, আবাসিক প্রয়োজনে যদি ভাড়া নেয়া হয়, তাহলে সে ভাড়ার ওপর ভ্যাট প্রযোজ্য হবে না। এটা সরল কথা। কিন্তু আবাসিক উদ্দেশ্যে ভাড়া নেয়া হলেও কখন ভ্যাট প্রযোজ্য হবে, সেটা একটু জটিল কথা।

এসআরও-তে উল্লেখ রয়েছে যে, সম্পূর্ণ আবাসিক কাজে ব্যবহৃত হলে ভ্যাট প্রযোজ্য হবে না। সম্পূর্ণ আবাসিক বলতে কী বুঝায় সে বিষয়ে কোনো ব্যাখ্যা-বিশ্লেষণ রেগুলেটরী কর্তৃপক্ষ কর্তৃক দেয়া হয়নি।

তাই, মাঠ পর্যায়ে কিছু কনভেনশান গড়ে উঠেছে। উদাহরণ দিয়ে বলি। ধরুন, একটা প্রতিষ্ঠান বাসা ভাড়া নিয়েছে। চুক্তি হয়েছে প্রতিষ্ঠানের নামে। প্রতিষ্ঠান ভাড়া পরিশোধ করে। কিন্তু সেখানে ওই প্রতিষ্ঠানের সিইও ফ্যামিলি নিয়ে বসবাস করেন। এই ভাড়া আবাসিক উদ্দেশ্যে বলে বিবেচিত হবে না।

তাই, ভ্যাট পরিশোধ করতে হবে। কারণ, প্রতিষ্ঠানের উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠান সব কাজ করে। যদি ভাড়ার টাকা সিইও-কে বেতনের সাথে দিয়ে দেয়া হয় এসং সিইও নিজ নামে চুক্তি করে ভাড়া নেন এবং নিজে ভাড়া পরিশোধ করেন, তাহলে সম্পূর্ণ আবাসিক উদ্দেশ্যে বলে গণ্য হবে, ভ্যাট প্রযোজ্য হবে না।

এমনিভাবে, কোনো কোনো প্রতিষ্ঠান বাসা ভাড়া নেয়। সেখানে থাকা, খাওয়াসহ সব আবাসিক সুবিধা থাকে। সেখানে ওই প্রতিষ্ঠানের কনসালট্যান্ট, গেস্ট অবস্থান করেন। এক্ষেত্রেও ভ্যাট পরিশোধ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top