বিধি-২। সংজ্ঞা

বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায়-

দফা (ক) “আইন” অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন);

দফা (খ) “আমদানি মূল্য” অর্থ Customs Act, 1969 (IV of 1969) এর Section 25 ও 25A অনুযায়ী নিরূপিত মূল্য;

দফা [(খখ) – “চুক্তিভিত্তিক উৎপাদক” অর্থ পণ্যের স্বত্বাধিকারী কর্তৃক সরবরাহকৃত উপকরণ অথবা নিজস্ব উপকরণ ব্যবহার করিয়া পণের বিনিময়ে চুক্তিভিত্তিতে পণ্য উৎপাদনকারী; ]

দফা (গ) “টার্ণওভার কর সনদপত্র” অর্থ ধারা ১০ এর উপ-ধারা (২), বা ধারা ১২ এর অধীন কোনো তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে [বিভাগীয় কর্মকর্তা]কর্তৃক জারীকৃত টার্ণওভার কর সনদপত্র;

দফা(ঘ) “তালিকাভুক্ত ব্যক্তি” অর্থ ধারা ১০ এর অধীন তালিকাভুক্ত ব্যক্তি;

দফা (ঙ) “ধারা” অর্থ আইনের ধারা;

দফা(চ) “পরস্প সম্পর্কযুক্ত ব্যক্তি” অর্থ আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত দুই জন ব্যক্তি যাহাদের মধ্যে একই মালিকানার শেয়ারের পরিমাণ ন্যূনতম ৫০ (পঞ্চাশ) শতাংশ;

দফা [(চচ) “পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠান” (Backward Linkage Industry) অর্থ এইর্থ রূপ কোনো শিল্প প্রতিষ্ঠান যে শিল্প প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্র বা অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে এইরূপ কোনো নিবন্ধিত ব্যক্তির নিকট পণ্য সরবরাহ বা সেবা প্রদান করে যিনি বৈদেশিক মুদ্রার বিনিময়ে কোনো প্রকৃত রপ্তানিকারকের নিকট পণ্য সরবরাহ বা সেবা প্রদানের জন্য অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রে আবদ্ধ; ]

দফা(ছ) “প্রতিনিধি” আর্থ কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির পক্ষে আইনের অধীন যে কোনো কার‌্য সম্পাদনের লক্ষ্যে কতদাতা কর্তৃক যথাযথ পদ্ধতিতে মনোনীত কোনো প্রতিনিধি;

দফা (ছ) [ “প্রকৃত রপ্তানিকারক বা রপ্তানিকারক” অর্থ এইর্থ রূপ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি তাহার উৎপাদিত পণ্য বা সেবা বা অন্যবিধভাবে সংগৃহীত পণ্য বা সেবা সরকার কর্তৃক , সময় সময়, জারীকৃত রপ্তানি নীতি আদেশে বর্ণিত শর্তাবলি এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক , সময় সময়, জারীকৃত বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধি-বিধান পালন করিয়া সরাসরি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বা বাংলাদেশের বাহিরে রপ্তানি করেন; ]

দফা (জ) “ফরম” অর্থ এই বিধিমালার সহিত সংযোজিত  যে কোনো ফরম;

দফা (ঝ) “বন্ডেড ওয়্যারহাউস” এবং “স্পেশাল বন্ডেড ওয়্যারহাউস” অর্থ Customs Act, 1969 (IV of 1969) এর Chapter XI এ বর্ণিত যথাক্রমে bonded warehouse এবং special bonded warehouse;

দফা (ঞ) “বিনিময় পদ্ধতির সরবরাহ (supply under barter prosess” অর্থ এমন কোনো সরবরাহ যাহা পরস্পর সম্পর্কযুক্ত ব্যক্তিদ্বয়ের মধ্যে অনুষ্ঠিত হয়;

দফা (ট) “বিল অব এক্সপোর্ট” অর্থ Customs Act, 1969 (IV of 1969) এর Section 131 এর অধীন দাখিলকৃত বিল অব এক্সপোর্ট;

দফা [(টট) “বিভাগীয় কর্মকর্তা” অর্থ এমন কোনো সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি মূল্য সংযোজন কর বিভাগীয় কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত এবং বিভাগীয় কর্মকর্তার যে কোন কার্য় সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিট এর সহকারী কমিশনার পদের নিম্নে নহেন এইরূপ পদমর্যাদার কোনো কর্মকর্তা।]

দফা (ঠ) “বোর্ড” অর্থ Natioanl Board of Revenue Order, 1972 (President Order 76 of 1972)  এর অধীন গঠিত জাতীয় রাজস্ব বোর্ড;

দফা(ড) “ব্যক্তি” অর্থ ধারা ২ এর দফা (৭৪)এ সংজ্ঞায়িত কোনো ব্যাক্তি।

দফা (ঢ) “ব্যাংক হিসাব” অর্থ হিবন্ধিত বা তালিকাভূক্ত ব্যক্তি কর্তৃক যেকোনো ব্যাংকের সহিত পরিচালিত হিসাব যাহা [বিভাগীয় কর্মকর্তাকে] অবহিত করা হইয়াছে এবং উহা [বিভাগীয় কর্মকর্তা] কর্তৃক মূসক কম্পিউটার সিস্টেম ধারণ করা হইয়াছে;

দফা (ণ) “মূসক আইন” অর্থ ধারা ১৩৭ এ অধীন রহিত মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন);

দফা (ত) “মূসক এজেন্ট” অর্থ অনাবাসিক ব্যক্তি কর্তৃক তাহার পক্ষে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের সহিত কার্যা সম্পাদনের লক্ষ্যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি;

দফা (থ) “মূসক নিবন্ধন সনদপত্র” অর্থ আইনের ধারা ৬ এ উপ-ধারা (২), ধারা ৮ এর উপ-ধারা (২) বা ধারা ১২ এর অধীন কোনো নিবন্ধিত ব্যক্তির অনুকূলে [বিভাগীয় কর্মকর্তা] কর্তৃক জারীকৃত মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র;

দফা [(থথ) “রাজস্ব কর্মকর্তা” অর্থ স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের বা সার্কেলের বা মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিটের দায়িত্বে নিয়োজিত রাজস্ব কর্মকর্তা;

দফা ১০[(থথথ) “স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়’ অর্থ রাজস্ব কর্মকর্তা, মূল্য সংযোজন কর এর কার্যালয়, মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিট-এর আওতাধীন রাজস্ব কর্মকর্তা এর অধীনে ন্যস্ত যে কোনো শাখা এবং বোর্ড কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপণ দ্বারা, নির্ধারিত অন্য কোনো কার্যালয়;]

দফা (দ) “হিসাব রক্ষণ কর্মকর্তা ” অর্থ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা , জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ।


এস.আর.ও. নং-১৬১-আইন/২০২২/১৭৪-মূসক, তারিখ: ০১ জুনজু ২০২২ দ্বারা নূতন দফা (খখ) সন্নিবেশিত।

এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখ: ২১ মে ২০২৩ দ্বারা “কমিশনার ” শব্দের পরিবর্তে “বিভাগীয় কর্মকর্তা ” প্রতিস্থাপিত ।

এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখ: ০৩ জুন ২০২১ দ্বারা নূতন দফা (চচ) সন্নিবেশিত।

এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখ: ০৩ জুন ২০২১ দ্বারা নূতন দফা (ছছ) সন্নিবেশিত।

এস.আর.ও. নং-১৭১-আইন/২০১৯/২৮-মূসক, তারিখ: ১৩ জুনজু ২০১৯ দ্বারা নূতন দফা (টট) সন্নিবেশিত।

এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখ: ২১ মে ২০২৩ দ্বারা “কমিশনারকে ” শব্দের পরিবর্তে “বিভাগীয় কর্মকর্তাকে” প্রতিস্থাপিত ।

এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখ: ২১ মে ২০২৩ দ্বারা “কমিশনার ” শব্দের পরিবর্তে “বিভাগীয় কর্মকর্তা ” প্রতিস্থাপিত ।

এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখ: ২১ মে ২০২৩ দ্বারা “কমিশনার ” শব্দের পরিবর্তে “বিভাগীয় কর্মকর্তা ” প্রতিস্থাপিত ।

এস.আর.ও. নং-২২৬-আইন/২০১৯/৬২-মূসক, তারিখ: ৩০ জুন ২০১৯ দ্বারা নূতন দফা (থথ) সন্নিবেশিত।

১০এস.আর.ও. নং-২২৬-আইন/২০১৯/৬২-মূসক, তারিখ: ৩০ জুন ২০১৯ দ্বারা নূতন দফা (থথথ) সন্নিবেশিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top