বিধি ৭- ১[ বিভাগীয় কর্মকর্তা ] কর্তৃক স্ব-উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভূক্তিকরণ

উপ-বিধি (১) ধারা ১২ এর অধীন মূসক নিবন্ধনযোগ্য বা টার্ণওভার কার তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে [ বিভাগীয় কর্মকর্তা ] স্ব-উদ্যোগ নিবন্ধিত বা তালিকাভুক্ত করিয়া নিবন্ধন বা তালিকাভুক্তির সনদপত্র প্রদান করিবেন।

উপ-বিধি (২) [ বিভাগীয় কর্মকর্তা ] স্ব-উদ্যোগে নিবন্ধন প্রদান বা তালিকাভুক্তির সময় যথাযথ অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিবন্ধিত বা তালিকাভুক্ত কারিবেন এবং যে তারিখে উক্ত ব্যক্তির নিবন্ধন বা তালিকাভুক্তির আবশ্যকতা উদ্ভুত হইয়াছে সেই তারি হইতে উহার কার্যকারিতা প্রদান করিবেন।

উপ-বিধি (৩) উপ-বিধি (২) এ অধীন কার্যকারিতা প্রদানের তারিখে হইতে উক্ত উপ-বিধিতে উল্লিখিত ব্যক্তি কর, ক্ষেত্রমত বকেয়াসহ, প্রদান করিবেন।

উপ-বিধি (৪) [ বিভাগীয় কর্মকর্তা ] উপ-বিধি (২) এর অধীন তালিকাভুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অসহযোগীতার কারণে বার্ষিক টার্ণওভার নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করিতে ব্যর্থ হইলে [ বিভাগীয় কর্মকর্তা ] নিকট রক্ষিত তথ্যের ভিত্তিতে তাহাকে নিবন্ধিত করিবেন এবং তাহার অনুকূলে ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা সংবলিত একটি নিবন্ধন সনদপত্র প্রদান করিবেন।

উপ-বিধি (৫) [ বিভাগীয় কর্মকর্তা ] তাহার অধিক্ষেত্রে অবস্থিত তালিকাভুক্তি বা নিবন্ধনযোগ্য সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত বা নিবন্ধিত করিবেন।


এস.আর.ও নং-১৪২-আইন/২০২০/১০৩-মূসক, তারিখঃ ১১ জুন , ২০২০ খ্রিস্টাব্দ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

এস.আর.ও নং-১৪২-আইন/২০২০/১০৩-মূসক, তারিখঃ ১১ জুন , ২০২০ খ্রিস্টাব্দ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

এস.আর.ও নং-১৪২-আইন/২০২০/১০৩-মূসক, তারিখঃ ১১ জুন , ২০২০ খ্রিস্টাব্দ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

এস.আর.ও নং-১৪২-আইন/২০২০/১০৩-মূসক, তারিখঃ ১১ জুন , ২০২০ খ্রিস্টাব্দ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

এস.আর.ও নং-১৪২-আইন/২০২০/১০৩-মূসক, তারিখঃ ১১ জুন , ২০২০ খ্রিস্টাব্দ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

এস.আর.ও নং-১৪২-আইন/২০২০/১০৩-মূসক, তারিখঃ ১১ জুন , ২০২০ খ্রিস্টাব্দ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top