বিধি ৮ – মূসক নিবন্ধন বাতিল

উপ-বিধি (১) কোনো নিবন্ধিত ব্যক্তি তাহার মূসক নিবন্ধন বাতিলের জন্য [ * ফরম “মূসক-২.৪” ] এ[বিভাগীয় কর্মকর্তার] নিকট আবেদন করিতে পারিবেন, যদি—

  • (ক) তিনি নিবন্ধিত হওয়ার পরবর্তী সময়ে অর্থনৈতিক কার্যক্রম শুরু করিতে ব্যর্থ হন;
  • (খ) তিনি তাহার অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করিয়া দেন;
  • (গ) তাহার অর্থনৈতিক কার্যক্রমটি অব্যাহতিপ্রাপ্ত হিসাবে ঘোষিত হয়; বা
  • (ঘ) পর পর ২ (দুই) বৎসর তাহার বার্ষিক টার্নওভার নিবন্ধনসীমার নিচে থাকে।

উপ-বিধি(২) উপ-বিধি (১) এর অধীন কোনো আবেদন দাখিল করা হইলে [বিভাগীয় কর্মকর্তা ] বিষয়টি সর্ম্পকে যথাযথ অনুসন্ধানের পর—

  • (ক) নিবন্ধন বাতিলের কারণ যুক্তিসঙ্গত বলিয়া বিবেচিত হইলে, উক্ত নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করিয়া তাহাকে অবহিত করিবেন; বা
  • (খ) নিবন্ধন বাতিলের কারণ যুক্তিসঙ্গত বলিয়া বিবেচিত না হইলে বা আবেদন অসম্পূর্ণ থাকিলে বা অন্য কোনো কারণে নিবন্ধন বাতিল করা যুক্তিসঙ্গত না হইলে, তাহাকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া, নিবন্ধন সাময়িকভাবে স্থগিত বা অন্যবিধ সিদ্ধান্ত গ্রহণ করিয়া তাহাকে অবহিত করিবেন।

উপ-বিধি (৩) উপ-বিধি (২) এর অধীন নিবন্ধন সাময়িক স্থগিতের ১৫ (পনের) দিনের মধ্যে নিবন্ধিত ব্যক্তি ধারা ৯ এর উপ-ধারা (৬) এর অধীন সকল কার্যক্রম সম্পন্ন [*] করিবেন।

(৪) উপ-বিধি (৩) এর অধীন চূড়ান্ত দাখিলপত্র পেশের ১৫ (পনের) দিনের মধ্যে উহা যাচাই-আন্তে তথ্যাদি যথাযথ প্রাপ্তি সাপেক্ষে, [বিভাগীয় কর্মকর্তা ] তাহার নিবন্ধন বাতিল করিবেন।

উপ-বিধি (৫) উপ-বিধি (১) এর দফা (ঘ) এ বর্ণিত কারণে নিবন্ধন বাতিলের ক্ষেত্রে যদি দেখা যায় যে তাহার বার্ষিক টার্নওভার নিবন্ধনসীমার নিচে, কিন্তু তালিকাভুক্তিসীমার উপরে, তাহা হইলে [বিভাগীয় কর্মকর্তা ] তাহার মূসক নিবন্ধন বাতিলপূর্বক তাহাকে টার্নওভার কর তালিকাভুক্ত করিতে পারিবেন।

উপ-বিধি (৬) [বিভাগীয় কর্মকর্তা ] যথাযথ অনুসন্ধানের পর যদি নিশ্চিত হন যে কো নো ব্যক্তির মূল্য সংযোজন করদাতা হিসাবে নিবন্ধিত থাকিবার আর প্রয়োজন নাই, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে শুনানির যুক্তিসংগত সুযোগ প্রদান করিয়া তাহার মূসক নিবন্ধন বাতিল করিতে পারিবেন।

উপ-বিধি (৭) উপ-বিধি (৪) এর অধীন যাচাই বা উপ-বিধি (৬) এর অধীন অনুসন্ধান সত্ত্বেও, মূসক বাতিলের পর যদি উদঘাটিত হয় যে, উক্ত ব্যক্তির নিকট আইনের অধীন কোনো বকেয়া পাওনা রহিয়াছে বা কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, তাহা হইলে তাহার প্রতি আইনের সংশ্লিষ্ট বিধান এইরূপে প্রযোজ্য হইবে যেন তিনি একজন নিবন্ধিত ব্যক্তি।


এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখ: ০১ জুন ২০১৭ দ্বারা “ ফরম “মূসক-২.৪” ” শব্দ, চিহ্নসমূহ, শব্দসংক্ষেপ ও সংখ্যাসমূহের পরিবর্তে “অনলাইন আবেদনে র ক্ষেত্রে দফা (ঘ) এর জন্য ফরম “মূসক-২.১” এ, কাগুজে আবেদন ও অনলাইনে দফা (ক) হইতে দফা (গ) এর জন্য আবেদনের ক্ষেত্রে ফরম “মূসক-২.৪” ” শব্দসমূহ, বন্ধনীসমূহ, বর্ণসর্ণমূহ, চিহ্নসমূহ, শব্দসংক্ষেপসমূহ ও সংখ্যাসমূহ প্রতিস্থাপিত হয় এবং পরবর্তীতে স.আর.ও নং-১৪২-আইন/২০২০/১০৩-মূসক, তারিখঃ ১১ জুন , ২০২০ দ্বারা “অনলাইন আবেদনের ক্ষেত্রে দফা (ঘ) এর জন্য ফরম “মূসক-২.১” এ, কাগুজে আবেদন ও অনলাইনে দফা
(ক) হইতে দফা (গ) এর জন্য আবেদনের ক্ষেত্রে ” শব্দগুলি, বন্ধনীগুলি, বর্ণগুলি, চিহ্নগুলি ও সংখ্যাগুলি বিলুপ্ত ।

এস.আর.ও নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুন, ২০২০ দ্বারা “কমিশনারের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
এস.আর.ও নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুন, ২০২০ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখ: ০১ জুন ২০১৭ দ্বারা “করিয়া ফরম “মূসক-২.৫” এ একটি চূড়ান্ত দাখিলপত্র পেশ” শব্দসমূহ বিলুপ্ত।
এস.আর.ও নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুন, ২০২০ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
এস.আর.ও নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুন, ২০২০ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
এস.আর.ও নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুন, ২০২০ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top