বিধি ১০- নিবন্ধিত বা তালিকাভুক্তি ব্যক্তিবর্গের তালিকা

উপ-বিধি (১) বোর্ড আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত সকল ব্যক্তির একটি নির্ভুল এবং হালনাগাদ তালিকা সংরক্ষণ করিবে, যাহাতে নিম্নবর্ণিত বিষয়সমূহ উল্লেখ থাকিবে, যথা:-

  • (ক) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির না এবং ঠিকানা;
  • (খ) ব্যবসায়িক না বা নামসমূহ, যদি থাকে, যাহার মাধ্যমে উক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন;
  • (গ) উক্ত ব্যক্তির ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা;
  • (ঘ) উক্ত ব্যক্তি তাহার শাখা ইউনিটের জন্য পৃথকভাবে নিবন্ধিত হইয়া থাকিলে, প্রত্যেক শাখা ইউনিটের ব্যবসায়ক নাম, ঠিকানা এবং ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা;
  • (ঙ) যে তারিখে নিবন্ধন বা তালিকাভুক্তি কার্যকর হইয়াছে, সেই তারিখ; এবং
  • (চ) নিবন্ধন বা তালিকাভুক্তির সর্বশেষ অবস্থ (Status)।

উপ-বিধি (২) বোর্ড আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিগণের হালনাগাদ তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করিবে।

উপ-বিধি (৩) ধারা ১৪ এবং ১২ ১৩ এর অধীন তথ্য পরিবর্তনের ক্ষেত্রে বোর্ড পরিবর্তিত তথ্য উপ-বিধি(২) এ বর্ণিত তালিকায় অর্ন্তভুক্ত করিবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top