১[(১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ব্যবসায়ের স্থান পরিবর্তন করিবার প্রয়োজন হইলে, উক্ত পরিবর্তনের অন্যূন ১৫ (পনের) দিন পূর্বে অনলাইনে দাখিলের ক্ষেত্রে, আবাসিক ব্যক্তির জন্য ফরম “মূসক-২.১”, অনাবাসিক ব্যক্তির জন্য ফরম “মূসক-২.২”এবং কাগুজে আবেদনের জন্য ফরম “মূসক-২.৫”-তে সংশ্লিষ্ট কমিশনারেটের ২[সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ] বরাবর আবেদন করিতে হইবে। ]
(২) উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদন যাচই-আন্তে আবেদনে বর্ণিত তথ্যাদি যথাযথ পাওয়া গেলে ৩[সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ],
- (ক) আন্তঃকমিশনারেট স্থানান্তরের ক্ষেত্রে-
- ৪[ (অ) সকল বকেয়া, যদি থাকে, আবেদনকারীকে উহার হালনাগাদ পরিস্থিতি অবহিত করিবেন, এবং ]
- (আ) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি নূতন যে কমিশনারেটের কর্মএর্মলাকায় স্থানান্তরিত হইতে চাহেন, নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির বকেয়া ও অন্যান্য সকল তথ্যাদিসহ সেই কমিশনারেটে স্থানান্তরের অনুমতি প্রদান করিবেন।
- (খ) একই কমিশনারেটের কর্ম এলাকায় একস্থান হইতে অন্য স্থানে স্থানান্তরের ক্ষেত্রে উহা স্থানান্তর করিয়া আবেদনকারীকে অবহিত করিবেন।
১এস.আর.ও. নং-৩০৮-আইন/২০২০/১২৬-মূসক, তারিখ: ১৫ নভেম্বর ২০২০ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ব্যবসায়ের স্থান পরিবর্তন করিবার প্রয়োজন হইলে তাহাকে উক্ত পরিবর্তনের অন্যূন ১৫ (পনের) দিন পূর্বে **[অনলাইনে দাখিলের ক্ষেত্রে ফরম “মূসক-২.১” এ এবং কাগুজে আবেদনের ক্ষেত্রে ফরম “মূসক-২.৫” এ ] এ যেই কমিশনারেটে নিবন্ধিত বা তালিকাভুক্ত তাহার সেই কমিশনারেটের কমিশনার বরাবর আবেদন করিতে হইবে। ]
**এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখ: ০১ জুন ২০১৭ দ্বারা “ফরম “মূসক-২.৭” “এর পরিবর্তে প্রতিস্থাপিত।
২এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখ: ০৩ জুন ২০২১ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
৩এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখ: ০৩ জুন ২০২১ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
৪এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখ: ২১ মে ২০২৩ দ্বারা নিম্নরূপ এন্ট্রিসমূহ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (অ) সকল বকেয়া, যদি থাকে, নির্ধা রণর্ধা পূর্বকর্ব উহা আবেদনকারীকে অবহিত করিবেন, এবং ]
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।