বিধি ১৩ – ব্যবসায়ের স্থান পরিবর্তন

[(১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ব্যবসায়ের স্থান পরিবর্তন করিবার প্রয়োজন হইলে, উক্ত পরিবর্তনের অন্যূন ১৫ (পনের) দিন পূর্বে অনলাইনে দাখিলের ক্ষেত্রে, আবাসিক ব্যক্তির জন্য ফরম “মূসক-২.১”, অনাবাসিক ব্যক্তির জন্য ফরম “মূসক-২.২”এবং কাগুজে আবেদনের জন্য ফরম “মূসক-২.৫”-তে সংশ্লিষ্ট কমিশনারেটের [সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ] বরাবর আবেদন করিতে হইবে। ]

(২) উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদন যাচই-আন্তে আবেদনে বর্ণিত তথ্যাদি যথাযথ পাওয়া গেলে [সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ],

  • (ক) আন্তঃকমিশনারেট স্থানান্তরের ক্ষেত্রে-
  • [ (অ) সকল বকেয়া, যদি থাকে, আবেদনকারীকে উহার হালনাগাদ পরিস্থিতি অবহিত করিবেন, এবং ]
  • (আ) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি নূতন যে কমিশনারেটের কর্মএর্মলাকায় স্থানান্তরিত হইতে চাহেন, নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির বকেয়া ও অন্যান্য সকল তথ্যাদিসহ সেই কমিশনারেটে স্থানান্তরের অনুমতি প্রদান করিবেন।
  • (খ) একই কমিশনারেটের কর্ম এলাকায় একস্থান হইতে অন্য স্থানে স্থানান্তরের ক্ষেত্রে উহা স্থানান্তর করিয়া আবেদনকারীকে অবহিত করিবেন।

এস.আর.ও. নং-৩০৮-আইন/২০২০/১২৬-মূসক, তারিখ: ১৫ নভেম্বর ২০২০ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখ: ০৩ জুন ২০২১ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখ: ০৩ জুন ২০২১ দ্বারা “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখ: ২১ মে ২০২৩ দ্বারা নিম্নরূপ এন্ট্রিসমূহ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top