বিধি ১৬ – মূসক এজেন্ট নিয়োগ, ইত্যাদি

(১) অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্টকে, উপ-বিধি (৪) এর অধীন মূসক এজেন্ট সনদপত্র প্রাপ্তির [পূর্বে], ধারা ৬ এর অধীন নিবন্ধিত ২[] হইতে হইবে।

(২) নিম্নবর্ণিতর্ণি ব্যক্তিগণকে মূসক এজেন্ট হিসাবে নিয়োগ প্রদান করা যাইবে, যথা:—

  • (ক) ধারা ১৩০ এর অধীন নিযুক্ত মূসক পরামর্শকর্শ ;
  • (খ) ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্য হিসাবে নিবন্ধিত চার্টার্ড একাউন্ট্যান্ট ও একাউন্ট্যান্ট;
  • (গ) ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সদস্য হিসাবে নিবন্ধিত একাউন্ট্যান্ট;
  • (ঘ) বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য হিসাবে নিবন্ধিত কোনো আইনজীবী;
  • (ঙ) সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন, মূল্য সংযোজন কর বিভাগের এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা ; []
  • (চ) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) কর্তৃক মনোনীত বেসরকারি খাতের বিশেষজ্ঞ ব্যবসায়ী প্রতিনিধি [ ; ]
  • [ (ছ) চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০ (২০১০ সনের ২৫ নং আইন) এর ধারা ২ এর দফা (৬) এ সংজ্ঞায়িত চার্টার্ড সেক্রেটারি [; বা]
  • [ (জ) মূসক এজেন্ট হিসেবে নিয়োগ প্রাপ্তির লক্ষ্যে অনাবাসিক ব্যক্তি কর্তৃক প্রাথমিকভাবে সম্মতি লাভ করিয়াছে এমন কোনো বাংলাদেশে নিবন্ধিত স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠান বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম বা আইন পরামর্শক প্রতিষ্ঠান। ]

(৩) উপ-বিধি (২) এ বর্ণিত কোনো ব্যক্তি মূসক এজেন্ট হিসাবে নিয়োগ লাভ করিতে চাহিলে তিনি ফরম “মূসক-৩.১”এ মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর অনলাইনে আবেদন করিবেন।

[(৪) মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদনপত্র যাচাই-আন্তে উক্ত আবেদনে প্রদত্ত তথ্য যথাযথ প্রাপ্তি সাপেক্ষে বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করিয়া বিধি ১০৯ এর অনুরূপ পদ্ধতি অনুসরণপূর্বক আবেদনকারীকে ফরম “মূসক-৩.২” এ অনন্য (Unique) নম্বর সংবলিত ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য কার্যকরি ও নবায়নযোগ্য একটি “মূসক এজেন্ট সনদপত্র” প্রদান করিবেন:

তবে শর্ত থাকে যে, উপ-বিধি (২) এর দফা (জ) এর ক্ষেত্রে পরীক্ষা গ্রহণ ব্যতীত বিধি ১০৯ এ বর্ণিত অন্যান্য পদ্ধতি অনুসরণপূর্বক আবেদন যথাযথ প্রাপ্তি সাপেক্ষে “মূসক এজেন্ট সনদপত্র” প্রদান করা যাইবে :

আরও শর্ত থাকে যে, উক্তরূপ সনদপত্র প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে অনাবাসিক ব্যক্তি কর্তৃক উক্ত প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মূসক এজেন্ট নিয়োগ এর প্রমাণক মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি ও জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণ করিতে হইবে, অন্যথায় উক্ত সনদপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। ]

(৫) উপ-বিধি (৪) এ উল্লিখিত মেয়াদ শেষ হইবার ন্যূনতম ৩ (তিন) মাস পূর্বে উহা নবায়নের জন্য মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর ফরম “মূসক–৩.১”এ আবেদন করিবেন এবং মহাপরিচালক উহা একই পদ্ধতিতে ৩ (তিন) বৎসরের জন্য নবায়ন করিয়া ফরম “মুসক ৩.২”এ একটি “মূসক এজেন্ট সনদপত্র” প্রদান করিবেন।

(৬) সনদপ্রাপ্ত মূসক এজেন্টের কোনো তথ্যাদি পরিবর্তিত হইলে তিনি উহা পরিবর্তনের ১৫ (পনের) দিনের মধ্যে [ফরম “মূসক-৩.১” এ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালককে অনলাইনে] অবহিত করিবেন।

(৭) মূসক এজেন্ট এর সনদপত্র বাতিল করা হইবে, যদি—

  • (ক) তিনি আইনের অধীন করণীয় এইরূপ কাজ না করেন বা যাহা করণীয় নয় এইরূপ কাজ করেন; বা
  • (খ) উপ-বিধি (২) এ বর্ণিত কোনো সদস্যপদ বা নিবন্ধন বাতিল হয় বা উহার মেয়াদ উত্তীর্ণ হয়।

এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখ: ০১ জুন ২০১৭ দ্বারা “পর” এর পরিবর্তে প্রতিস্থাপিত।
এস.আর.ও. নং-১৬১-আইন/২০২২/১৭৪-মূসক, তারিখঃ ০১ জুন , ২০২২ দ্বারা “বা ধারা ১০ এর অধীন তালিকাভুক্ত” অংশটুকু বিলুপ্ত।
এস.আর.ও. নং-৩২৪-আইন/২০১৯/৮৬-মূসক, তারিখঃ ১৩ অক্টোবর, ২০১৯ দ্বারা “বা” বিলুপ্ত।
এস.আর.ও. নং-৩২৪-আইন/২০১৯/৮৬-মূসক, তারিখঃ ১৩ অক্টোবর, ২০১৯ দ্বারা “। ” চিহ্নের পরিবর্তে “ ; ” চিহ্ন প্রতিস্থাপিত।
এস.আর.ও. নং-১৭১-আইন/২০১৯/২৮-মূসক, তারিখঃ ১৩ জুন , ২০১৯ দ্বারা নূতন দফা (ছ) সন্নিবেশিত।
এস.আর.ও. নং-৩২৪-আইন/২০১৯/৮৬-মূসক, তারিখঃ ১৩ অক্টোবর, ২০১৯ দ্বারা “। ” চিহ্নের পরিবর্তে “ ;বা ” প্রতিস্থাপিত।
এস.আর.ও. নং-৩২৪-আইন/২০১৯/৮৬-মূসক, তারিখঃ ১৩ অক্টোবর, ২০১৯ দ্বারা নূতন দফা (জ) সন্নিবেশিত।
এস.আর.ও. নং-৩২৪-আইন/২০১৯/৮৬-মূসক, তারিখঃ ১৩ অক্টোবর, ২০১৯ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (৪) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

** এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখ: ০১ জুন ২০১৭ দ্বারা নূতন সংযোজিত।
এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখ: ০১ জুন ২০১৭ দ্বারা “ফরম “মূসক-৩.৩” এ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালককে অনলাইনে বা লিখিতভাবে” এর পরিবর্তে প্রতিস্থাপিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top