(১) অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্টকে, উপ-বিধি (৪) এর অধীন মূসক এজেন্ট সনদপত্র প্রাপ্তির ১[পূর্বে], ধারা ৬ এর অধীন নিবন্ধিত ২[] হইতে হইবে।
(২) নিম্নবর্ণিতর্ণি ব্যক্তিগণকে মূসক এজেন্ট হিসাবে নিয়োগ প্রদান করা যাইবে, যথা:—
- (ক) ধারা ১৩০ এর অধীন নিযুক্ত মূসক পরামর্শকর্শ ;
- (খ) ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্য হিসাবে নিবন্ধিত চার্টার্ড একাউন্ট্যান্ট ও একাউন্ট্যান্ট;
- (গ) ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সদস্য হিসাবে নিবন্ধিত একাউন্ট্যান্ট;
- (ঘ) বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য হিসাবে নিবন্ধিত কোনো আইনজীবী;
- (ঙ) সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন, মূল্য সংযোজন কর বিভাগের এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা ; ৩[]
- (চ) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) কর্তৃক মনোনীত বেসরকারি খাতের বিশেষজ্ঞ ব্যবসায়ী প্রতিনিধি ৪[ ; ]
- ৫[ (ছ) চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০ (২০১০ সনের ২৫ নং আইন) এর ধারা ২ এর দফা (৬) এ সংজ্ঞায়িত চার্টার্ড সেক্রেটারি ৬[; বা]
- ৭[ (জ) মূসক এজেন্ট হিসেবে নিয়োগ প্রাপ্তির লক্ষ্যে অনাবাসিক ব্যক্তি কর্তৃক প্রাথমিকভাবে সম্মতি লাভ করিয়াছে এমন কোনো বাংলাদেশে নিবন্ধিত স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠান বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম বা আইন পরামর্শক প্রতিষ্ঠান। ]
(৩) উপ-বিধি (২) এ বর্ণিত কোনো ব্যক্তি মূসক এজেন্ট হিসাবে নিয়োগ লাভ করিতে চাহিলে তিনি ফরম “মূসক-৩.১”এ মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর অনলাইনে আবেদন করিবেন।
৮[(৪) মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদনপত্র যাচাই-আন্তে উক্ত আবেদনে প্রদত্ত তথ্য যথাযথ প্রাপ্তি সাপেক্ষে বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করিয়া বিধি ১০৯ এর অনুরূপ পদ্ধতি অনুসরণপূর্বক আবেদনকারীকে ফরম “মূসক-৩.২” এ অনন্য (Unique) নম্বর সংবলিত ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য কার্যকরি ও নবায়নযোগ্য একটি “মূসক এজেন্ট সনদপত্র” প্রদান করিবেন:
তবে শর্ত থাকে যে, উপ-বিধি (২) এর দফা (জ) এর ক্ষেত্রে পরীক্ষা গ্রহণ ব্যতীত বিধি ১০৯ এ বর্ণিত অন্যান্য পদ্ধতি অনুসরণপূর্বক আবেদন যথাযথ প্রাপ্তি সাপেক্ষে “মূসক এজেন্ট সনদপত্র” প্রদান করা যাইবে :
আরও শর্ত থাকে যে, উক্তরূপ সনদপত্র প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে অনাবাসিক ব্যক্তি কর্তৃক উক্ত প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মূসক এজেন্ট নিয়োগ এর প্রমাণক মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি ও জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণ করিতে হইবে, অন্যথায় উক্ত সনদপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। ]
(৫) উপ-বিধি (৪) এ উল্লিখিত মেয়াদ শেষ হইবার ন্যূনতম ৩ (তিন) মাস পূর্বে উহা নবায়নের জন্য মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর ফরম “মূসক–৩.১”এ আবেদন করিবেন এবং মহাপরিচালক উহা একই পদ্ধতিতে ৩ (তিন) বৎসরের জন্য নবায়ন করিয়া ফরম “মুসক ৩.২”এ একটি “মূসক এজেন্ট সনদপত্র” প্রদান করিবেন।
(৬) সনদপ্রাপ্ত মূসক এজেন্টের কোনো তথ্যাদি পরিবর্তিত হইলে তিনি উহা পরিবর্তনের ১৫ (পনের) দিনের মধ্যে ৯[ফরম “মূসক-৩.১” এ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালককে অনলাইনে] অবহিত করিবেন।
(৭) মূসক এজেন্ট এর সনদপত্র বাতিল করা হইবে, যদি—
- (ক) তিনি আইনের অধীন করণীয় এইরূপ কাজ না করেন বা যাহা করণীয় নয় এইরূপ কাজ করেন; বা
- (খ) উপ-বিধি (২) এ বর্ণিত কোনো সদস্যপদ বা নিবন্ধন বাতিল হয় বা উহার মেয়াদ উত্তীর্ণ হয়।
১এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখ: ০১ জুন ২০১৭ দ্বারা “পর” এর পরিবর্তে প্রতিস্থাপিত।
২এস.আর.ও. নং-১৬১-আইন/২০২২/১৭৪-মূসক, তারিখঃ ০১ জুন , ২০২২ দ্বারা “বা ধারা ১০ এর অধীন তালিকাভুক্ত” অংশটুকু বিলুপ্ত।
৩এস.আর.ও. নং-৩২৪-আইন/২০১৯/৮৬-মূসক, তারিখঃ ১৩ অক্টোবর, ২০১৯ দ্বারা “বা” বিলুপ্ত।
৪এস.আর.ও. নং-৩২৪-আইন/২০১৯/৮৬-মূসক, তারিখঃ ১৩ অক্টোবর, ২০১৯ দ্বারা “। ” চিহ্নের পরিবর্তে “ ; ” চিহ্ন প্রতিস্থাপিত।
৫এস.আর.ও. নং-১৭১-আইন/২০১৯/২৮-মূসক, তারিখঃ ১৩ জুন , ২০১৯ দ্বারা নূতন দফা (ছ) সন্নিবেশিত।
৬এস.আর.ও. নং-৩২৪-আইন/২০১৯/৮৬-মূসক, তারিখঃ ১৩ অক্টোবর, ২০১৯ দ্বারা “। ” চিহ্নের পরিবর্তে “ ;বা ” প্রতিস্থাপিত।
৭এস.আর.ও. নং-৩২৪-আইন/২০১৯/৮৬-মূসক, তারিখঃ ১৩ অক্টোবর, ২০১৯ দ্বারা নূতন দফা (জ) সন্নিবেশিত।
৮এস.আর.ও. নং-৩২৪-আইন/২০১৯/৮৬-মূসক, তারিখঃ ১৩ অক্টোবর, ২০১৯ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (৪) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (৪) মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদনপত্র যাচাই-অন্তে উক্ত আবেদনে প্রদত্ত তথ্য যথাযথ প্রাপ্তি সাপেক্ষে **[বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী বিধি ১০৯ এর অনুরূপ পদ্ধতি অনুসরণপূর্বক ] আবেদনকারীকে ফরম “মূসক-৩.২” এ অনন্য (Unique) নম্বর সংবলিত ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য কার্যকরি ও নবায়নযোগ্য একটি “মূসক এজেন্ট সনদপত্র” প্রদান করিবেন। ]
** এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখ: ০১ জুন ২০১৭ দ্বারা নূতন সংযোজিত।
৯এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখ: ০১ জুন ২০১৭ দ্বারা “ফরম “মূসক-৩.৩” এ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালককে অনলাইনে বা লিখিতভাবে” এর পরিবর্তে প্রতিস্থাপিত।
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।