বিধি ১৭ – মূসক এজেন্ট মনোনয়ন

(১) কোনো অনাবাসিক ব্যক্তি তাহার পক্ষে আইনের অধীন মূসক কর্তৃপক্ষের সহিত কোনো কার্য সম্পাদনের লক্ষ্যে মূসক এজেন্ট মনোনয়ন করিবেন।

[(২) ***]

[(৩) ও (৪) **] ৫) এজেন্টের মনোনয়ন অকার্যকর হইবে, যদি—

  • (ক) অনাবাসিক ব্যক্তি [**] উক্ত নিয়োগ বাতিল করেন;
  • (খ) মূসক এজেন্টের এজেন্ট নম্বর বাতিল হয়;
  • (গ) অনাবাসিক ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা বন্ধ হইয়া যায়; বা
  • (ঘ) আইন বা এই বিধিমালার অধীন মূসক এজেন্ট কর্তৃক কোনো অপরাধ সংঘটিত হয়।

এস.আর.ও. নং-৩০৮-আইন/২০২০/১২৬-মূসক, তারিখ: ১৫ নভেম্বর ২০২০ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (২) বিলুপ্ত।

এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখ: ০৩ জুন ২০২১ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (৩) ও (৪) বিলুপ্ত।

এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখ: ০১ জুন ২০১৭ দ্বারা “বা এজেন্ট ” বিলুপ্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top