উপ-বিধি (১) কোনো চলমান ব্যবসায়ের ক্রেতা এবং বিক্রেতা ফরম “মূসক-৪.২” এ যৌথ আবেদনের মাধ্যমে প্রদেয় সমুসয় কর ও বকেয়া সমপরিমাণ অর্থের তফসিলি ব্যাংকের নি:শর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি উক্ত ব্যবসা বিক্রয়ের অন্যূন ১৫ (পনের) দিন পূর্বে কমিশনার বরাবর দাখিল করিবেন।
উপ-বিধি (২) কমিশনার দাখিলকৃত ব্যাংক গ্যারান্টি যাচাই-অন্তে যথাযথ প্রাপ্তি সাপেক্ষে আবেদন প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে চলমান ব্যবসা বিক্রয়ের অনুমতি প্রদান করিবেন।
উপ-বিধি (৩) চলমান ব্যবসায়ের বিক্রেতা উক্ত ব্যবসায়ের ক্রেতাকে নিম্নবর্ণিত তথ্যাদি প্রদান করিবেন; যথা:-
- (ক) মালিকানা সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ তথ্য;
- (খ) পূর্ণাঙ্গ আর্থিক বিবরণী;
- (গ) সকল সম্পদের বিবরণী;
- (ঘ) সকল দায়-দেনার বিবরণী;
- (ঙ) মামলা সংক্রান্ত তথ্যাদি;
- (চ) সরকারি বিভিন্ন দপ্তরের নিবন্ধন, লাইসেন্স, ইত্যাদির বিবরণী; এবং
- (ছ) প্রাসঙ্গিক অন্যান্য তথ্য।
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।