১[ বিধি ২৪ক – অব্যবহৃত বা ব্যবহারের অনুপযোগী উপকরণের নিষ্পত্তিকরণ

উপ-বিধি (১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি তৎকর্তৃক ক্রীত মূল্য সংযোজন কর প্রদত্ত কোনো উপকরণ পরবর্তীতে ব্যবহারের অনুপযোগী বলিয়া মনে করিলে তিনি উহার নিষ্পত্তিকল্পে ফরম [“মূসক-৪.৪”] এ এতদ্সংক্রান্ত একটি আবেদনপত্র বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে পেশ করিবেন।

উপ-বিধি (২) উপ-বিধি (১) অনুযায়ী অবহিত হইবার ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে বিভাগীয় কর্মকর্তা তদন্তপূর্বক উপ-বিধি (১) এ বর্ণিত উপকরণ নিবন্ধিত বা তা লিকাভুক্ত ব্যক্তির ব্যবহারের অনুপযোগী বলিয়া সন্তুষ্ট হইলে তিনি উহা সরবরাহ বা বিনষ্টকরণের সিদ্ধান্ত প্রদান করিবেন এবং বিভাগীয় কর্মকর্তা সিদ্ধান্ত প্রদানের ৭ (সাত) দিনের মধ্যে একটি প্রতিবেদন কমিশনার বরাবর প্রেরণ করিবেন।

উপ-বিধি (৩) উপ-বিধি (২) এ প্রদত্ত নির্দেশ অনুযায়ী নিবন্ধিত ব্যক্তিকে তৎকর্তৃক উপ-বিধি (১) এ বর্ণিত উপকরণ বাবদ গৃহীত রেয়াত পরবর্তী দাখিলপত্রে বৃদ্ধি কারী সমন্বয়সাধন করিতে হইবে। ]


এস.আর.ও. নং-১৪২-আইন/২০২০/১০৩-মূসক, তারিখঃ ১১ জুন , ২০২০ দ্বারা নূতন বিধি ২৪ক সন্নিবেশিত।
এস.আর.ও. নং-১৭৯-আইন/২০২০/১১৯-মূসক, তারিখঃ ৩০ জুন , ২০২০ দ্বারা “মূসক-১৮.৭” এর পরিবর্তে প্রতিস্থাপিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top