১[ বিধি ২৪খ – দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত পণ্যের নিষ্পত্তিকরণ

উপ-বিধি (১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি, তৎকর্তৃক প্রস্তুতকৃত বা উৎপাদিত বা সরবরাহের জন্য মজুদকৃত পণ্য কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস প্রাপ্ত হইবার বা অন্য কোনো কারণে সরবরাহের অযোগ্য বলিয়া মনে করিলে তিনি উক্তরূপ সরবরাহের অযোগ্য পণ্যের নিষ্পত্তিকল্পে ফরম [“মূসক-৪.৫”] এ এতদসংক্রান্ত একটি আবেদনপত্র দুর্ঘটনা সংঘটিত হইবার ২ (দুই) দিনের মধ্যে বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে পেশ করিবেন।

উপ-বিধি (২) উপ-বি ধি (১) এ বর্ণিত আবেদনপত্র প্রাপ্তির পর বিভাগীয় কর্মকর্তা তদন্তপূর্বক উপ-বিধি (১) এ বর্ণিত দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্য মূল্য ও উহার সাথে সংশ্লিষ্ট প্রদেয় উৎপাদ করের পরিমাণ নির্ণয় করিবেন।

উপ-বিধি (৩) উপ-বিধি (২) এ বর্ণিত পণ্য হ্রাসকৃত মূল্যে আংশিক বা সম্পূর্ণভাবে সরবরাহযোগ্য বিবেচিত হইলে বিভাগীয় কর্মকর্তা উক্তরূপ পণ্যের যৌক্তিক সরবরাহমূল্য নির্ধারণ করিবেন।

উপ-বিধি (৪) বিভাগীয় কর্মকর্তা তাহার সন্তুষ্টি সাপেক্ষে, উপ-বিধি (১) এ বর্ণিত পণ্য আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরবরাহ বা বিনষ্টকরণ বা অন্য কোনোরূপে নিষ্পত্তির সিদ্ধান্ত প্রদান করিবেন এবং বিভাগীয় কর্মকর্তা সিদ্ধান্ত প্রদানের ৭ (সাত) দিনের মধ্যে একটি প্রতিবেদন কমিশনার বরাবর প্রেরণ করিবেন।

উপ-বিধি (৫) বিভাগীয় কর্মকর্তার নিকট হইতে যথাযথ নির্দেশ প্রাপ্তির পর, নিবন্ধিত ব্যক্তি—

  • (ক) সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে, উক্ত পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনে ব্যবহৃত উপকরণ বাবদ গৃহীত কর রেয়াত পরবর্তী দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করিবেন; বা
  • (খ) দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে, ন্যায্য বাজার মূল্য ও বিভাগীয় কর্মকর্তা কর্তৃক অনুমোদিত হ্রাসকৃত মূল্যের তারতম্যের ভিত্তিতে আনুপাতিক হারে উপকরণ কর রেয়াত বাতিল করিয়া পরবর্তী দাখিলপত্রে সমন্বয় করিবেন। ]

এস.আর.ও. নং-১৪২-আইন/২০২০/১০৩-মূস, তারিখঃ ১১ জুন , ২০২০ দ্বারা নূতন বিধি ২৪খ সন্নিবেশিত।
এস.আর.ও. নং-১৭৯-আইন/২০২০/১১৯-মূসক, তারিখঃ ৩০ জুন , ২০২০ দ্বারা “মূসক-১৮.৮” এর পরিবর্তে প্রতিস্থাপিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top