বিধি ৫৬ – বৈদেশিক পর্যটকদের কর ফেরত

উপ-বিধি(১) কোনো বৈদেশিক পর্যটক এই বিধির বিধান সাপেক্ষে তাহার করযোগ্য পণ্য ক্রয়ের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর ফেরত পাইবেন।

উপ-বিধি(২) নিম্নবর্ণিত পণ্যের ক্ষেত্রে কর ফেরত প্রযোজ্য হইবে না, যথা:-

  • (ক) রপ্তানি নিষিদ্ধ পণ্য;
  • (খ) আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা সমজাতীয় অন্যকোনো পণ্য; এবং
  • (গ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্যকোনো পণ্য।

উপ-বিধি(৩) কোনো বৈদেশিক পর্যটক উপ-বিধি (১) এর অধীন ফেরত দাবি করিতে পারিবেন, যদি তিনি—

  • (ক) ১ (এক) পঞ্জিকাবর্ষে ১৮০ (একশত আশি) দিন বা তাহার কম সময় বাংলাদেশে অবস্থান করেন;
  • (খ) কোনো বিমানের ক্রু সদস্য না হন; এবং
  • (গ) বাংলাদেশের কোনো আন্তর্জাতিক বিমান বন্দর দিয়া প্রস্থান (depart) করেন।

উপ-বিধি(৪) কোনো বৈদেশিক পর্যটক উপ-বিধি (১) এর অধীন ফেরত দাবি করিতে পারিবেন, যদি তিনি-

  • (ক) “VAT Refund For Tourists” চিহ্নিত কোনো দোকান হইতে পণ্য ক্রয় করেন;
  • (খ) পণ্যটি বাংলাদেশের বাহিরে ভোগের উদ্দেশ্যে ক্রয় করেন;
  • (গ) ক্রীত পণ্যের প্রতিটি মূসক চালানে প্রদর্শিত মূল্য (মূসক ব্যতীত) ৫,০০০ (পাঁচ হাজার) টাকার ঊর্ধ্বে হয়; এবং
  • (ঘ) পণ্য ক্রয়ের ৩ (তিন) মাসের মধ্যে তিনি প্রস্থান করেন।

উপ-বিধি(৫) বিধি ৫৭ এর বিধানানুযায়ী কোনো ব্যক্তিকে “VAT Refund For Tourists” চিহ্ন ব্যবহার করিবার অনুমতি প্রদান করা যাইবে এবং সেই ক্ষেত্রে উক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি-

  • (ক) বৈদেশিক পর্যটর্যকের পাসপোর্ট পরীক্ষা করিয়া তাহার পরিচিতি ও কর ফেরত প্রাপ্তির শর্ত যাচাই-আন্তে যথাযথ প্রাপ্তি সাপেক্ষে তাহার অনুকূলে ফরম “মূসক–১০.২”এ একটি “মূসক ফেরত সনদ (VAT Refund Certificate)” জারি করিবেন; এবং
  • (খ) উক্ত “মূসক ফেরত সনদ”-এর সহিত মূসক চালানপত্র সংযুক্ত করিয়া বৈদেশিক পর্যটক কে প্রদান করিবেন।

উপ-বিধি(৬) আন্তর্জাতিক বিমান বন্দরের “VAT Refund” চিহ্নিত কাস্টমস ডেস্ক হইতে নিম্নবর্ণিত পদ্ধতিতে মূসক ফেরত প্রদান করা হইবে, যথা:-

  • (ক) বৈদেশিক পর্যটক “মূসক ফেরত সনদ” ও সংশ্লিষ্ট মূসক চালানপত্রসহ ক্রীত পণ্যাদি সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তা র নিকট উপস্থাপন করিবেন;
  • (খ) বৈদেশিক পর্যটক কর্তৃক দাখিলকৃত “মূসক ফে রত সনদ” অনলাইনে যাচাই করিয়া তাহার সত্যতা নিশ্চিত হইলে ও পণ্যাদি যথাযথ পাওয়া গেলে সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তা তাহার অনুকূলে ফেরত অনুমোদন করিয়া তাহাকে ফেরতযোগ্য অর্থ পরিশোধ করিবেন।

উপ-বিধি(৭) বোর্ড, সময়ে সময়ে, ফেরতযোগ্য অর্থ হইতে যৌক্তিক পরিমাণ অর্থ সেবা মাশুল (service charge) হিসাবে কর্তন করিতে পারিবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top