বিধি ৬০ – মূসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশির ক্ষমতা

উপ-বিধি[ (১) ধারা ৭৮ এ বর্ণিত মূসক কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সহকারি কমিশনার বা সহকারি পরিচালকের নিম্নে নহেন এমন কোনো কর্মকর্তা র অনুরোধক্রমে কমিশনার বা মহাপরিচালক ফরম “মূসক-১২.১”এ সংশ্লিষ্ট কর্মকর্তা কে উক্ত ধারায় বর্ণিত স্থান, অঙ্গন, ঘরবাড়ি, যানবাহন, ইত্যাদিতে প্রবেশ বা তল্লাশির ক্ষমতা অর্পণ করিতে পারিবেন। ]

উপ-বিধি(২) উপ-বিধি (১) এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ফরম “মূসক–১২.২”এ সংশ্লিষ্ট স্থানের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারী ব্যক্তিকে একটি নোটিশ প্রদান করিবেন।

উপ-বিধি(৩) তল্লাশিকালে অধিকতর তদন্তের স্বার্থে কোনো দলিলপত্র বা পণ্য বা বস্তু জব্দ করার প্রয়োজন হইলে বিধি ৬১ এ বর্ণিত পদ্ধতিতে উক্ত কর্মকর্তা তাহা জব্দ করিবেন।


এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখঃ ০১ জুন, ২০১৭ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top