বিধি ৬১ – রেকর্ড, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণ

উপ-বিধি(১) ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বিধি ৬০ এর অধীন প্রবেশ বা তল্লাশিকালে, ধারা ৯০ এর অধীন নিরীক্ষা বা অনুসন্ধানকালে ধারা ৮৪ এর অধীন কোনো রেকর্ড, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান আটক ও জব্দ করিতে পারিবেন।

উপ-বিধি(২) উপ-বিধি (১) এর অধীন আটক বা জব্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থান, পণ্য, রেকর্ড, দলিলাদি বা পণ্যবাহী যানের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারী ব্যক্তি বা চালক সংশ্লিষ্ট কর্মকর্তা বা দলকে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা করিবেন।

উপ-বিধি(৩) সংশ্লিষ্ট কর্মকর্তা ফরম “মূসক–১২.৩”এ একটি জব্দ তালিকা তৈরি করিয়া সংশ্লিষ্ট স্থান, পণ্য, রেকর্ড, দলিলাদি বা পণ্যবাহী যানের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারী ব্যক্তি বা চালকের স্বাক্ষরসহ ঘটনাস্থলে উপস্থিত ন্যূনতম ২ (দুই) জন ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করিবেন এবং উহার ১ (এক) টি অনুলিপি সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হস্তান্তর করিবেন।

উপ-বিধি(৪) সংশ্লিষ্ট স্থান, পণ্য, রেকর্ড, দলিলপত্র বা পণ্যবাহী যানের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারী ব্যক্তি বা চালক উপ-বিধি (২) এর অধীন সহযোগিতা না করিলে বা উপ-বিধি (৩) এর অধীন উপস্থিত ব্যক্তি জব্দ তালিকায় স্বাক্ষর প্রদানে অস্বীকৃতি জানাইলে উপস্থিত ব্যক্তির স্বাক্ষর ব্যতীত প্রস্তুতকৃত জব্দ তালিকা বৈধ বলিয়া বিবেচিত হইবে।

উপ-বিধি [(৫) তল্লাশি ও রেকর্ডপত্র, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণের পরবর্তী [ ৫(পাঁচ)] কার্যদিবসের মধ্যে ফরম “মূসক-১২.৪” এ প্রাথমিক প্রতিবেদন ও [৩০ (ত্রিশ) দিনের] মধ্যে ফরম “মূসক-১২.৫” এ চূড়ান্ত প্রতিবেদন কমিশনার [বা মহাপরিচালক ] বরাবর দাখিল করিতে হইবে। ]

উপ-বিধি [ (৫ক) কমিশনার বা মহাপরিচালক জব্দকৃত রেকর্ড, দলিলাদি ও পণ্যের প্রকৃতি বিবেচনায় উপ-বিধি (৫) এ বর্ণিত চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত ৩০ (ত্রিশ) দিন পর্যন্ত সময় বর্ধিত করিতে পারিবেন। ]

উপ-বিধি (৬) তল্লাশি ও রেকর্ডপত্র, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণের মাধ্যমে কোনো অনিয়ম বা কর ফাঁকি উদঘাটিত হইলে উপ-বিধি (৫) এ বর্ণিত চুড়ান্ত প্রতিবেদনের সহিত কমিশনার ৬[বা মহাপরিচালক ] বরাবর ফরম “মূসক–১২.৬”এ একটি অনিয়ম বা কর ফাঁকির মামলা দায়ের করিতে হইবে।


এস.আর.ও. নং-১৪২-আইন/২০২০/১০৩-মূসক, তারিখঃ ১১ জুন , ২০২২ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (৫) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখঃ ২১ মে, ২০২৩ দ্বারা “৩(তিন)” এর পরিবর্তে প্রতিস্থাপিত।

এস.আর.ও. নং-১৬১-আইন/২০২২/১৭৪-মূসক, তারিখঃ ০১ জুন, ২০২২ দ্বারা “১৫ (পনেরো) কার্যদিবসের” এর পরিবর্তে প্রতিস্থাপিত।

এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখঃ ২১ মে, ২০২৩ দ্বারা “বা মহাপরিচালক” সন্নিবেশিত।

এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখঃ ২১ মে, ২০২৩ দ্বারা নূতন উপ-বিধি (৫ক) সন্নিবেশিত।

এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখঃ ২১ মে, ২০২৩ দ্বারা “বা মহাপরিচালক” সন্নিবেশিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top