বিধি ৬৭ – বিশেষ নিরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নিরীক্ষক নিয়োগ

উপ-বিধি(১) বোর্ড এই বিধির পরবর্তী বিধানসমূহ অনুসরণ করিয়া নিরীক্ষক নিয়োগ করিতে পারিবে।

উপ-বিধি(২) নিরীক্ষক নিয়োগের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও তদধীনে প্রণীত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধান অনুসরণ করিতে হইবে।

উপ-বিধি(৩) নিরীক্ষক নিয়োগের টেন্ডার দলিলে অন্যান্য তথ্যের সহিত নিম্নবর্ণিতর্ণি বিষয়াদি সুনির্দিষ্টভাবে উল্লেখ করিতে হইবে, যথা:-

  • (ক) নিরীক্ষার জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের সংখ্যা;
  • (খ) নিরীক্ষার মেয়াদ;
  • (গ) নিরীক্ষকের কার্যপরিধি (terms of reference);
  • (ঘ) নিরীক্ষার জন্য প্রযোজ্য নির্দেশিকা (Guideline);
  • (ঙ) নিরীক্ষার সময় অনুসরণীয় মানদ- (standard);
  • (চ) নিরীক্ষা প্রতিবেদন দাখিলের সময়; এবং
  • (ছ) অপরাধ ও দন্ড।

উপ-বিধি(৪) নিযুক্ত নিরীক্ষকের নিম্নবর্ণিত কার্যাবলী দন্ডযোগ্য অপরাধ হিসাবে গণ্য হইবে, যথা:-

  • (ক) অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করা;
  • (খ) সরকারি রাজস্ব হানিকর কোনো কাজ করা;
  • (গ) অসত্য তথ্যপূর্ণ প্রতিবেদন প্রদান করা;
  • (ঘ) বোর্ডের চাহিদা মোতাবেক তথ্যাদি সরবরাহে ব্যর্থ হওয়া;
  • (ঙ) নিরীক্ষার সময় অনুসরণীয় নির্দেশিকা (Guideline) অনুসরণ না করা;
  • (চ) নিরীক্ষার জন্য নির্ধারিত মানদন্ড (standard) অনুসরণ না করা;
  • (ছ) কর ফাঁকি প্রদান করা বা অন্য কাউকে তাহা করিতে সহায়তা করা;
  • (জ) দরপত্র দাখিলের সময় মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করা;
  • (ঝ) নিয়োগ প্রাপ্তির পর কার্যক্রম গ্রহণে অনীহা প্রকাশ বা গৃহীত কার্যক্রম বন্ধ করা বা আংশিকভাবে কার্যক্রম গ্রহণ করা;
  • (ঞ) নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলকরণে ব্যর্থতা ; এবং
  • (ট) আইন ও এই বিধিমালার কোনো বিধান লংঘন ও টেন্ডার দলিলাদিতে প্রদত্ত শর্ত ভংগ করা।

উপ-বিধি(৫) কোনো নিযুক্ত নিরীক্ষক কর্তৃকর্তৃ উপ-বিধি (8) এর অপরাধ সংঘটনের ক্ষেত্রে উক্ত অপরাধের কারণে যদি—

  • (ক) কর ফাঁকি হইয়া থাকে তাহা হইলে-
  • (অ) উক্ত নিরীক্ষক ফাঁকি প্রদত্ত করের ন্যূনতম দ্বিগুণ পরিমাণ অর্থদন্ডে দন্ডিত হইবেন;
  • (আ) তাহার চুক্তি বাতিল হইবে; ও
  • (ই) প্রথমবার অপরাধের ক্ষেত্রে ৫ (পাঁচ) বৎসরের জন্য এবং দ্বিতীয়বার অপরাধের ক্ষেত্রে সারা জীবনের জন্য স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত হইবেন; এবং
  • (খ) যদি কর ফাঁকি না হইয়া থাকে তাহা হইলে—
  • (অ) উক্ত নিরীক্ষক ন্যূনতম ৩ (তিন) লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন;
  • (আ) তাহার চুক্তি বাতিল হইবে; ও
  • (ই) প্রথমবার অপরাধের ক্ষেত্রে ৫ (পাঁচ) বৎসরের জন্য এবং দ্বিতীয়বার অপরাধের ক্ষেত্রে সারা জীবনের জন্য স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত হইবেন।

উপ-বিধি(৬) উপ-বিধি (৫) এ বর্ণিত দন্ড আরোপের ক্ষেত্রে কারণ দর্শানো নোটিশ ও ব্যক্তিগত শুনানির ক্ষেত্রে বিধি ৬৫ এর বিধান অনুসরণ করিতে হইবে।

উপ-বিধি(৭) উপ-বিধি (৫) এর বিধান পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও তদধীনে প্রণীত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর এতদসংক্রান্ত বিধানের অতিরিক্ত হইবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top