এস.আর.ও নং-১৭৩(SRO No-173-AIN/2019/30-Mushok)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অভ্যান্তরীণ সম্পদ বিভাগ

ঢাকা

[মূল্য সংযোজন কর]

প্রজ্ঞাপন

তারিখ ১৩ জৈষ্ঠ্য, ১৪৩১ বঙ্গাব্দ/২৭মে, ২০২৪ খ্রিষ্টাব্দ।

এস.আর.ও. নং-১৭৩-আইন/২০১৯/৩০-মূসক।-মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) , অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ১৩৫, ধারা ১২৬(১) এর সহিত পঠিতব্য, এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার  Customs Act, 1969 (IV of 1969)  এর  First Schedule কলাম (1) এর শিরোনামা সংখ্যা 84.14 ও 84.15 এর বিপরীত কলাম (2) এ ‍উল্লিকিত সংশ্লিষ্ট সামঞ্জস্যপূর্ণ নামকরণ  (H.S. Code)  কোডের আওতাধীন কলাম (3) এ বর্ণিত যথাক্রমে কম্পেসর এবং এয়ারকন্ডিশন, অতঃপর পণ্য বলিয়া উল্লিখিত এর সরবরাহ পর্যায়ে এবং উহার প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে উহাদের উপর আরোপণীয় সমুদয় মূল্য সংযোজন কর (আগাম কর ব্যতীত) অব্যহতি বিধান কার্যকরণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তসমূহ পরিবালনীয় হইবে, যথা:-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top