এস.আর.ও নং ১৪৫(SRO No-145-AIN/2024/251-Mushok)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অভ্যান্তরীণ সম্পদ বিভাগ

ঢাকা

[মূল্য সংযোজন কর]

প্রজ্ঞাপন

তারিখ ১৩ জৈষ্ঠ্য, ১৪৩১ বঙ্গাব্ধ/২৭মে, ২০২৪ খ্রিষ্টাব্দ।

এস.আর.ও. নং-১৪৫-আইন/২০২৪/২৫১-মূসক।-মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপধারা () এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার ১১ জুন, ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.এর.ও নং ১৫৫-আইন/২০২০/১১৬-মূসক এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথা:-

উপরি-উক্ত প্রজ্ঞাপনের টেবিলের কলাম (১) এ উল্লিখিত শিরনাম সংখ্যা ২৪.০২ ও কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S Code)) ২৪০২.২০.০০ এর বিপরীত কলাম (৩) ও (৪) এ উল্লিখিতি এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-

তামাকযুক্ত সিকগারেট (Cigarettes Containing Tobacco) প্রতি দশ শলকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূর‌্য (প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য, সিগারেটটের সংখ্যা, সুস্পষ্ট লক্ষণীয় ও অনপনীয়ভাবে মুদ্রিত থাকিবার এবং ফ্লেভারিং ক্যাপসুল সম্বলিত সিগারেট বাজার নিম্ন স্তরে সরবরাহের ফলে ধূমপায়ীর সংখ্যা বৃদ্ধির কারণের জনস্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি পাইতে পারে বিধায় স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ফ্লেভারিং ক্যাপসুল সম্বলিত সিগারেট মধ্যম স্তরের নিম্নে সরবরাহ না করিবার শর্তে) 
নিম্ন স্তর-৫০ টাকা ও তদূর্ধ্ব৬০
মধ্যম স্তর-৭০ টাকা ও তদূর্ধ্ব৬৫.৫০
উচ্চ স্তর-১২০ টাকা ও তদূর্ধ্ব৬৫.৫০
অতি উচ্চ স্তর-৭০ টাকা ও তদূর্ধ্ব৬৫.৫০

২। এই প্রজ্ঞাপন ৬ই ‍জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

(আবু হেনা মোঃ রহমাতুল মুমিন)

সিনিয়র সচিব

এই প্রজ্ঞাপনের মূল কপি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top