এস.আর.ও নং ১৪৭(SRO No-147-AIN/2024/253-Mushok)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অভ্যান্তরীণ সম্পদ বিভাগ

ঢাকা

[মূল্য সংযোজন কর]

প্রজ্ঞাপন

তারিখ ১৩ জৈষ্ঠ্য, ১৪৩১ বঙ্গাব্ধ/২৭মে, ২০২৪ খ্রিষ্টাব্দ।

এস.আর.ও. নং-১৪৭-আইন/২০২৪/২৫৩-মূসক।-মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার ৩ জুন ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নং ২৫০-আইন/২০২২/১৪৭-মূসক এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথা:-

উপরি-উক্ত প্রজ্ঞাপনের অনেুচ্ছেদ ২ এ উল্লিখিত ”এর উৎপাদন পর্যায়ে উহাদের উপর আরোপণীয় সমুদয় সংযোজন কর এবং উক্ত পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমাদনি পর্যায়ে প্রযোজ্য আগাম কর হইতে” শব্দগুলির পরিবর্তে “এর উৎপাদন পর্যায়ে উহাদের উপর আরোপনীয় সমুদয় মূল্য সংযোজন কর এবং উক্ত পণ্যসমূহ উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে উহাদের উপর আরোপণীয় সমুদয় মূল্য সংযোজন কর এবং উক্ত পণ্যসমূহ উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় কাঁচামাল আমাদানির ক্ষেত্রে আমাদনি পর্যায়ে প্রযোজ্য আগাম কর হইতে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

২। এই প্রজ্ঞাপন ১লা জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

(আবু হেনা মোঃ রহমাতুল মুমিন)

সিনিয়র সচিব

এই প্রজ্ঞাপনের মূল কপি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top