এস.আর.ও নং ১৪৮(SRO No-148-AIN/2024/257-Mushok)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অভ্যান্তরীণ সম্পদ বিভাগ

ঢাকা

[মূল্য সংযোজন কর]

প্রজ্ঞাপন

তারিখ ১৩ জৈষ্ঠ্য, ১৪৩১ বঙ্গাব্ধ/২৭মে, ২০২৪ খ্রিষ্টাব্দ।

এস.আর.ও. নং-১৪৮-আইন/২০২৪/২৫৪-মূসক।-মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার ৩রা জুন ২০২১ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এর.আর.ও নং ১৫১-আইন/২০২১/১৪৮-মূসক এর নিম্নরূপ সংশোধন করিল, যথা:-

উপরিক্ত প্রজ্ঞাপনের বিলুপ্তকৃত ক্রমিক নং (৪৫) এর পর নিম্নরূপ নূতন ক্রমিক নং (৪৬) সংযোজিত হইবে, যথা,

“(৪৬) Ethylene glycol (ethanediol) imported by Industrial IRC holder VAT compliant PET chips manufacturing industry (H.S. Code 2905.31.10), Terephthalic acid imported by Industrial IRC holder VAT compliant PET chips manufacturing industry (H.S. Code 2917.36.10), Chiller, capacity 50 tons or above (H.S. Code 8418.69.97).”।

২। এই প্রজ্ঞাপন ৬জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

(আবু হেনা মোঃ রহমাতুল মুমিন)

সিনিয়র সচিব

এই প্রজ্ঞাপনের মূল কপি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top