গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অভ্যান্তরীণ সম্পদ বিভাগ
ঢাকা।
[মূল্য সংযোজন কর]
প্রজ্ঞাপন
তারিখ ১৩ জৈষ্ঠ্য, ১৪৩১ বঙ্গাব্ধ/২৭মে, ২০২৪ খ্রিষ্টাব্দ।
এস.আর.ও. নং-১৫২-আইন/২০২৪/২৫৮-মূসক।-মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার ২১শে মে ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এর.আর.ও নং ১৫৬/২০২৩/২৩৩-মূসক এর নিম্নরূপ সংশোধন করিল, যথা:-
উপরি-উক্ত প্রজ্ঞাপনের টেবিলের কলাম (১) এ উল্লিখিত শিরনামা (Heading) 29.05 এবং 29.17 এবং উহাদের বিপরীত কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে।
২। এই প্রজ্ঞাপন ৬ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
(আবু হেনা মোঃ রহমাতুল মুমিন)
সিনিয়র সচিব
এই প্রজ্ঞাপনের মূল কপি।
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।