এস.আর.ও নং ১৫২(SRO No-152-AIN/2024/258-Mushok)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অভ্যান্তরীণ সম্পদ বিভাগ

ঢাকা

[মূল্য সংযোজন কর]

প্রজ্ঞাপন

তারিখ ১৩ জৈষ্ঠ্য, ১৪৩১ বঙ্গাব্ধ/২৭মে, ২০২৪ খ্রিষ্টাব্দ।

এস.আর.ও. নং-১৫২-আইন/২০২৪/২৫৮-মূসক।-মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার ২১শে মে ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এর.আর.ও নং ১৫৬/২০২৩/২৩৩-মূসক এর নিম্নরূপ সংশোধন করিল, যথা:-

উপরি-উক্ত প্রজ্ঞাপনের টেবিলের কলাম (১) এ উল্লিখিত শিরনামা (Heading) 29.05 এবং 29.17 এবং উহাদের বিপরীত কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে।

২। এই প্রজ্ঞাপন ৬ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

(আবু হেনা মোঃ রহমাতুল মুমিন)

সিনিয়র সচিব

এই প্রজ্ঞাপনের মূল কপি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top