তৃতীয় তফসিল
মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য ও সেবাসমূহ
টেবিল-৪ এর “খন্ড-ক” এর কালাম (১) ও (২) এ উল্লিখিত Customs Act, 1969 (Act No. IV of 1969) এর First Schedule এর যথাক্রমে, শিরানাম সংখ্যা (Heading no.) এবং উহাদের সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S code) এর আতওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহকে কলাম (৪) এ বর্ণিত পরিমানে এবং উক্ত টেবিল সমূহের “খন্ড-খ” এর কলাম (১) ও (২) এ উল্লিখিত শিরনামা সংখ্যা এবং উহাদের সেবা কোড এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত সেবাসমূহের কলাম (৪) এ বর্ণিত পরিমাণে, কেবলমাত্র স্থানীয় সরবরাহের ক্ষেত্রে, মূল্য সংযোজন আরোপনীয় হইবে।
টেবিল-৪
(’খন্ড-ক- মূসক আরোপযোগ্য পণ্য)
শিরোনাম সংখ্যা (Heading No) | সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) | পণ্য সামগ্রীর বিবরণ | মূল্য সংযোজন কর হার |
---|---|---|---|
৪৮.০১ | সংশ্লিষ্ট এইচ এস কোড | নিউজপ্রিন্ট | ১৬০০ টাকা (প্রতি মেট্রিক টন) |
1[৫২.০৫ হইতে ৫২.০৭ | সংশ্লিষ্ট এইচ এস কোড | কটন সুতা | ৩ (তিন) টাকা/প্রতি কেজি ] |
2[৫৪.০২ হইতে ৫৪.১০ এবং ৫৫.১২ হইতে ৫৫.১৬ | সংশ্লিষ্ট এইচ এস কোড | কৃত্রিম আঁশ এবং অন্যান্য আাঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্ন, যাহার মধ্যে কৃত্রিম আঁশের অধিক্য রয়েছে | ৩ (তিন) টাকা/প্রতি কেজি ] |
৬৯.০৪ | সংশ্লিষ্ট এইচ এস কোড | (ক) যন্ত্রের সাহায্যে ব্যতীত তৈরি সাধারণ ইট (নন-রিফ্রেকটরী বিল্ডিং ব্রিকস), ফেসিং এ ব্যবহৃত ইট ব্যতীত | ৪৫০ টাকা (প্রতি হাজার |
(খ) যান্ত্রিক পদ্ধতিতে বা যন্ত্রের সাহায্যে তৈরি সাধারণ ইট (নন-রিফ্রেকটরী বিল্ডিং ব্রিকস), ফেসিং এ ব্যবহৃত ইট ব্যতীত | ৫০০ টাকা (প্রতি হাজার | ||
(গ) যন্ত্রের সাহায্যে বা যান্ত্রিক পদ্ধতিতে তৈরি ইট: প্রথম গ্রেড ১) তিন ছিদ্র বিশিষ্ট ইট ২) দশ ছিদ্র বিশিষ্ট ইট ৩) সতেরো ছিদ্র বিশিষ্ট ইট ৪) মালটি কোরড ইট | ৭০০ টাকা (প্রতি হাজার | ||
দ্বিতীয় গ্রেড ১) তিন ছিদ্র বিশিষ্ট ইট ২) দশ ছিদ্র বিশিষ্ট ইট ৩) সতেরো ছিদ্র বিশিষ্ট ইট | ৭০০ টাকা (প্রতি হাজার | ||
(ঘ) ব্রিকস চিপস | ৭০০ টাকা (প্রতি ১০০ সিএফটি) | ||
(ঙ) মিকাড ব্যাটস | ৫০০ টাকা (প্রতি ১০০ সিএফটি) | ||
৭২.০৪ | সংশ্লিষ্ট এইচ এস কোড | স্ক্র্যাপ/শীপ স্ক্র্যাপ | ১০০০ টাকা প্রতি মেট্রিক টন |
3[৭২.১৩ হইতে ৭২.১৬ | সংশ্লিষ্ট এইচ এস কোড | এম.এস.প্রোডাক্ট | |
(ক) আমাদনি/স্থানীয়ভাবে সংগৃহীত রি-রোলেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত এম.এস পণ্য | ১৪০০ টাকা প্রতি মেট্রিক টন | ||
(খ) আমাদনি/স্থানীয়ভাবে সংগৃহীত রি-মেলটেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত সকল প্রকার বিলেট ও ইনগট | ১২০০ টাকা প্রতি মেট্রিক টন | ||
(গ) বিলেট/ইনগট হইতে প্রস্তুতকৃত এম.এস. পণ্য | ১২০০ টাকা প্রতি মেট্রিক টন | ||
(ঘ)গর্দা/মেলটেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত ইনগট/বিলেট এবং ইনগট/বিলেট হইতে প্রস্তুকৃত এম.এস.পণ্য | ২২০০ টাকা প্রতি মেট্রিক টন |
1অর্থ আইন, ২০২০ (২০২০ সালের ৯নং আইন) এর ধারা ৮১(ঙ) বলে প্রতিস্থাপিত।
2অর্থ আইন, ২০২২ (২০২০ সালের ১৩নং আইন) এর ধারা ৮৩(ঘ)(অ) বলে প্রতিস্থাপিত।
3অর্থ আইন, ২০২২ (২০২২ সালের ১৩নং আইন) এর ধারা ৮৩(ঘ)(আ) বলে প্রতিস্থাপিত।
(’খন্ড-খ’ – মূসক আরোপযোগ্য সেবা)
শিরনামা সংখ্যা | সেবার কোড | সেবার নাম | মূল্য সংযোজন করের পরিমান |
---|---|---|---|
4[S০১২ | S০১২.২০ | সিমকার্ড বা e-SIM সরবরাহকারী | ২০০ টাকা (প্রতিটি সিম কার্ড) বা প্রতিটি e-SIM) |
4অর্থ আইন, ২০২২ (২০২২ সালের ১৩নং আইন) এর ধারা ৮৩(ঙ) বলে প্রতিস্থাপিত।
(৩) অনুচ্ছেদ ৯১) এ যাহা কিছুই থাকুক না কেন, স্থনীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে ৫ শতাংশ। তবে, 5[স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার হইবে ২.৪ শতাংশ এবং ডিজেল, কেরাসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও এলপি গ্যাস এর ক্ষেত্রে মূসক হার হবে ২ শতাংশ ]। এতদব্যতীত, ভূমি উন্নয়ন সংস্থার ক্ষেত্রে মূসকের হার হইবে ২ শতাংশ ও ভবন বিক্রয় বা হস্তান্তররে নিয়োজিত ভবন নির্মাণ সংস্থার ক্ষেত্রে মূসকের হার হইবে যথাক্রমে ১-১৬০০ বর্গফুটের জন্য ২ শতাংশ, ১৬০১ বর্গফুট হইতে তদুর্ধ্ব সাইজের ক্ষেত্রে ৪.৫ শতাংশ এবং যে কোন সাইজের পুনঃরেজিষ্ট্রেশনের ক্ষেত্রে ২ শতাংশ।
[ব্যাখ্যাঃ ”ব্যবসায়ী” বলিতে এমন ব্যক্তিকে বুঝাইবে যিনি তৎকতৃক আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্যি বা গুণাগুণ পরিবর্তন না করিয়া পণের বিনিময়ে অন্য কোন ব্যক্তির নিকট বিক্রয় বা অন্যবিধবাবে হস্তান্তর করেন।]
6[(৪) নির্ধারিত শর্ত ও পদ্ধতি পরিপালন সাপেক্ষে কতিপয় পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে মূসক হার হইবে ১.৫ শতাংশ ]
1অর্থ আইন, ২০২১ (২০২১ সারের ১১ নং আইন) এর ধারা ৬০(ঙ) বলে ’ঔষধ ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে মূসক হার হইবে যথাক্রমে ২.৪ শতাংশ এবং ২ শতাংশ’ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
2অর্থ আইন, ২০২২ (২০২২ সারের ১৩ নং আইন) এর ধারা ৮৩(চ) বলে সংযোজিত।
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।