তৃতীয় তফসিল | 3rd Schedule | টেবিল-৩ | মূসক আরোপযোগ্য পণ্য ও সেবা

তৃতীয় তফসিল

(ধারা ১৫ দ্রষ্টাব্য)

মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য ও সেবাসমূহ

টেবিল-৩ এর “খন্ড-ক” এর কালাম (১) ও (২) এ উল্লিখিত Customs Act, 1969 (Act No. IV of 1969) এর First Schedule এর যথাক্রমে, শিরানাম সংখ্যা (Heading no.) এবং উহাদের সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S code) এর আতওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহের বিপরীতে এবং উক্ত টেবিল সমূহের খন্ড-খ এর কলাম (১) ও (২) এ উল্লিখিত শিরনামা সংখ্যা এবং উহাদের সেবা কোড এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত সেবাসমূহের বিপরীত, কেবলমাত্র স্থানীয় সরবরাহের ক্ষেত্রে কলাম (৪) এ বর্ণিত হারে, মূল্য সংযোজন আরোপনীয় হইবে।

টেবিল-১ | টেবিল-২ | টেবিল-৪

টেবিল-

(’খন্ড-ক- মূসক আরোপযোগ্য পণ্য)

শিরোনাম সংখ্যা
(Heading No)
সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড
(H.S. Code)
পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার
৬৮.১০সংশ্লিষ্ট এইচ এস কোডবৈদ্যুতিক খুঁটি  ১০%
৭৩.০৮সংশ্লিষ্ট এইচ এস কোডইলেক্ট্রিক পোল (স্টীল প্লেট দ্বারা উৎপাদিত)১০%

(’খন্ড-খ- মূসক আরোপযোগ্য সেবাসমূহ)

শিরনামা সংখ্যা
সেবার কোডসেবার নামমূল্য সংযোজন কর হার
1[*** *** *** ***]
S০০৩S০০৩.১০মোটর গাড়ীর গ্যারজ এবং ওয়ার্কশপ১০%
S০০৩.২০ডকইয়ার্ড১০%
S০০৮S০০৮.১০ছাপাখানা১০%
S০০৯S০০৯.০০নিলামকালী সংস্থা১০%
S০১৩S০১৩.০০যান্ত্রিক লন্ড্রি১০%
S০১৮S০১৮.০০চলচ্চিত্র স্টুডিও১০%
S০২৩S০২৩.১০চলচ্চিত্র প্রদর্শক (প্রেক্ষাগৃহ)১০%
S০২৩S০২৩.২০চলচ্চিত্র পরিবেশক১০%
S০৩১S০৩১.০০মেরামত ও সার্ভিসিং১০%
2[S০৩৬S০৩৬.২০শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল নৌযান সার্ভিস১০%]
S০৪০S০৪০.০০সিকিউরিটি সার্ভিস১০%
S০৪২S০৪২.০০স্বয়ংক্রিয় বা যন্ত্রচালিত করাতকল১০%
S০৪৭S০৪৭.০০খেলাধূলা আয়োজক১০%
S০৪৮S০৪৮.০০পরিবহন ঠিকাদার (পেট্রোলিয়ামজাত পণ্য ব্যতীত)১০%
S০৫৩S০৫৩.০০বোর্ড সভায় যোগদানকারী১০%
S০৬৩S০৬৩.০০টেইলরিং সপ ও টেইলার্স১০%
S০৬৫S০৬৫.০০ভবন, মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা১০%
S০৬৬S০৬৬.০০লটারীর টিকিট বিক্রয়কারী১০%
S০৭৬S০৭৬.০০সামাজিক ও খেলাধূলা বিষয়ক ক্লাব১০%

1অর্থ আইন, ২০২২ (২০২২ সালের ১৩ নং আইন) এর ধারা ৮৩(গ)(অ) বলে শিরনামা সংখ্যা ’S০০১’ এবং উহার এন্ট্রিসমূহ বিলুপ্ত।

2অর্থ আইন, ২০২২ (২০২২ সালের ১৩ নং আইন) এর ধারা ৮৩(গ)(আ) বলে প্রতিস্থাপিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top