দ্বিতীয় তফসিল
টেবিল-২
(সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সমূহ)
শিরোনাম সংখ্যা (Heading No) | সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) | পণ্য সামগ্রীর বিবরণ (Description of goods) | সম্পূরক শুল্কের হার % |
---|---|---|---|
১৯.০২ | সংশ্লিষ্ট এইচ এস কোড | কুকড পাস্তা, লাজারানো | ১০ |
২০.০৯ | সংশ্লিষ্ট এইচ এস কোড | ফলের রস ও Fruit ড্রিংক | ১০ |
২১.০৫ | সংশ্লিষ্ট এইচ এস কোড | সকল ধরণের আইসক্রিম | ৫ |
২১.০৬ | ২১০৬.৯০.৯০ | পরিবেশনের জন্য প্রস্তুত এইরূপ সকল ধরণের বার্গার, স্যান্ডইউচ, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইজ, হট ডগ্, ও পিজা | ১০ |
২২.০১ | সকল এইচ এস কোড | মিনারেল ওয়াটার (৩ লিটার পর্যন্ত) | ৫ |
শিরোনাম সংখ্যা (Heading No) | সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) | পণ্য সামগ্রীর বিবরণ (Description of goods) | সম্পূরক শুল্কের হার % |
১[২২.০২ | ২২০২.১০.০০ | কার্বনেটেড বেভারেজ [বাংলাদেশ মান (বিডিএস ১১২৩:২০১৩) অনুসারে নির্ধারিত মাত্রার উপাদান সম্বলিত পানীয় যাতে ক্যাফেইনের মাত্রা সর্বোচ্চ ১৪৫ মিলিগ্রাম/প্রতি লিটার] | ২৫ |
২২০২.৯৯.০০ | বাংলাদেশ মান (বিডিএস ১১২৩:২০১৩) অনুসারে সংজ্ঞায়িত কার্বনেটেড বেবারেজের জন্য র্নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয় | ৩৫] | |
২[২৪.০২ | ২৪০২.২০.০০ | তামাকযুক্ত সিগারেট | ৬৫ |
২৪০২.৯০.০০ | হাতে বা অযান্ত্রিক পদ্ধতিতে তৈরি বিড়ি (ফিল্টারযুক্ত হউক বা না হউক) এবং অন্যান্য | ৪০ | |
২৪.০৩ | ২৪০৩.৯৯.০০ | জর্দা ( প্রতি ১০ গ্রামের খুচরা মূল্য ৪০ টাকা অর্থাৎ প্রতি গ্রাম ৪ টাকা) | ৫৫ |
২৪০৩.৯৯.০০ | গুল ( প্রতি ১০ গ্রামের খুচরা মূল্য ২০ টাকা অর্থাৎ প্রতি গ্রাম ২ টাকা) | ৫৫] | |
২৭.১১ | ২৭১১.২১.০০ | প্রাকৃতিক গ্যাস (গ্যাসীয় অবস্থায়) | ০ |
৩২.০৮ হইতে ৩২.১০ | সংশ্লিষ্ট এইচ এস কোড | ৩[পেইন্টস (প্রাইমারসহ] | ৫ |
৩৩.০৪ | সৌন্দর্য্য অথবা প্রসাধন সামগ্রী এবং ত্ব পরিচর্যার প্রসাধন সামগ্রী (ঔষধে ব্যবহৃত পদার্থ ব্যতীত), সানস্ক্রিন বা সান ট্যান সামগ্রী; হাত, নখ বা পায়ের প্রসাধন সামগ্রীসহ: | ||
৩৩০৪.১০.০০ | ওষ্ঠাধার প্রসাধন সামগ্রী | ১০ | |
৩৩০৪.২০.০০ | চক্ষু প্রসাধন সামগ্রী | ১০ | |
৩৩০৪.৩০.০০ | হাত, নখ বা পায়ের প্রসাধন সামগ্রী | ১০ | |
৩৩০৪.৯১.০০ | পাউডার, চাপযুক্ত হউক বা না হউক | ১০ | |
৩৩০৪.৯৯.০০ | অন্যান্য (পেট্রোলিযাম জেলি এবং বেবি লোশন ব্যতীত) | ৪[১০] | |
৩৩.০৩ | কেশ পরিচর্যায় ব্যবহৃত সামগ্রী: | ||
৩৩০৫.১০.০০ | শ্যাম্পু | ১৫ | |
৩৩০৫.২০.০০ | কেশ স্থায়ীভাবে তরঙ্গায়িত অথবা সরল করিবার প্রসাধনী | ১০ | |
৩৩০৫.৩০.০০ | কেশ বার্ণিশ (Hair Lacquer) | ১০ | |
৩৩০৫.৯০.০০ | অন্যান্য | ১০ | |
৩৩.০৭ | ৩৩০৭.১০.০০ | শেভের আগে, শেভের সময় বা শেভের পরে ব্যবহার্য সামগ্রী | ১৫ |
৩৩০৭.২০.০০ | শরীরে দুর্গন্ধ এবং ঘাম দূরীকরণে ব্যবহৃত সামগ্রী | ১৫ | |
৩৩০৭.৩০.০০ | সুগন্ধযুক্ত বাথ সল্ট এবং অন্যান্য গোসল সামগ্রী | ১৫ | |
৩৩০৭.৪৯.০০ | কক্ষের দুর্গন্ধ দূরীকরণে ব্যবহৃত অন্যান্য সুগন্ধি সামগ্রী (আগরবাতি এবং সমজাতয়ি পণ্য ব্যতীত) | ১৫ | |
৩৩০৭.৯০.০০ | অন্যান্য | ১৫ | |
৫[*** | *** | ** | **] |
৪৮.১৩ | সংশ্লিষ্ট এইচ এস কোড | সিগারেট পেপার/বিড়ি পেপার (সাইজ মত কর্তিত হউক বা না হউক অথবা বুকলেট বা টিউবের আকারে) | ২৫ |
৬৯.০৭ | সকল এইচ এস কোড | অনুজ্জ্বল সিরামিক প্রস্তর ফলক এবং উনানের প্রস্তর অথবা দেয়ালের টাইলস; অনুজ্জ্বল সিরামিক মোজাইক কিউব এবং সমজাতীয় পণ্য, কোন বস্তুর উপর স্থাপিত হউক বা না হউক | ১৫ |
৬৯.০৮ | সকল এইচ এস কোড | উজ্জ্বল সিরামিক প্রস্তর ফলক এবং উনানের প্রস্তর অথবা দেয়ালের টাইলস; চকচকে সিরামিক মোজাইক কিউব এবং সমজাতীয় পণ্য, কোন বস্তুর উপর স্থাপিত হউক বা না হউক | ১৫ |
৬[৬৯.১০ | সংশ্লিষ্ট এইচ এস কোড | *সিরামিকের সিঙ্ক, বেসিন, প্যাডেস্টাল বেসিন, কমোড বা উহার অংশ ও বাথরুমের অন্যান্য ফিটিংস ও ফিক্সার্স (লং প্যান ব্যতীত) ** সিরামিকের বাথটাব ও জিকুজি, শাওয়ার, শাওয়ার ট্রে | *১০ **৩০] |
৮৫.৩৯ | সংশ্লিষ্ট এইচ এস কোড | আল্ট্রা ভায়োলেট/ইনফ্রা-রেড ল্যাম্প ব্যতীত অন্যান্য ফিলামেন্ট ল্যাম্প | ০ |
১অর্থ আইন, ২০২২ (২০২২ সালের ১৩ নং আইন) এর ধারা ৮২(খ)(অ) বলে প্রতিস্থাপিত।
২অর্থ আইন, ২০২০ (২০২০ সালের ৯ নং আইন) এর ধারা ৮০(খ)(অ) বলে প্রতিস্থাপিত।
৩অর্থ আইন, ২০২৩ (২০২৩ সালের ১৪ নং আইন) এর ধারা ২৪(খ) বলে ’পেইন্টস‘ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
৪অর্থ আইন, ২০২০ (২০২০ সালের ০৯ নং আইন) এর ধারা ৮৯(খ)(আ) বলে ’৫‘ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
৫অর্থ আইন, ২০২২ (২০২২ সালের ১৩ নং আইন) এর ধারা ৮২(খ)(অ) বলে প্রতিস্থাপিত।
৬অর্থ আইন, ২০২১ (২০২১ সালের ১১ নং আইন) এর ধারা ৫৯(খ) বলে প্রতিস্থাপিত।
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।