ধারা-১২৬ (অব্যাহতি)

1[১২৬। উপধারা-(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, যে কোন পণ্য বা পণ্য শ্রেণির আমদানি বা সরবরাহ বা প্রদত্ত যে কোন সেবাকে এই আইনের অধীন আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক 2[বা আগাম কর ] হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।        

উপধারা-(২) বোর্ড, বিশেষ আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে কোন আন্তর্জাতিক চুক্তি বা দ্বিপক্ষীয় চুক্তি পারস্পরিক ভিত্তিতে (reciprocal basis) বাস্তবায়নের জন্য, যে কোন পণ্যের আমদানি, সরবরাহ গ্রহণ বা সেবা গ্রহণকে এই আইনের অধীনে আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক 3[বা আগাম কর ] হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।         

উপধারা-(৩) বোর্ড, বিশেষ আদেশবলে প্রত্যেক ক্ষেত্রে কারণ উল্লেখপূর্বক, করযোগ্য যে কোন পণ্যের আমদানি বা সরবরাহ বা প্রদত্ত সেবাকে এই আইনের অধীনে আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক 4[বা আগাম কর ] হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।]


1 ধারা ১২৬ অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ১০১ ধারাবলে প্রতিস্থাপিত।

2 “বা আগাম কর” শব্দগুলি “সম্পূরক শুল্ক” শব্দগুলির পর অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৭৭(ক) ধারাবলে সন্নিবেশিত।

3 “বা আগাম কর” শব্দগুলি “সম্পূরক শুল্ক” শব্দগুলির পর অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৭৭(খ) ধারাবলে সন্নিবেশিত।

4 “বা আগাম কর” শব্দগুলি “সম্পূরক শুল্ক” শব্দগুলির পর অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৭৭(গ) ধারাবলে সন্নিবেশিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top