৩টি বিশেষ সেবার ক্ষেত্রে ভিডিএস কর্তন

আমরা সেবার ক্ষেত্রে ভিডিএস সংক্রান্ত বিধান আলোচনা করছিলাম। ইতোমধ্যে একজন পাঠকের অনুরোধে রেস্তোরাঁর ওপর দুটো টিপস দিয়েছি। আজ আবার সেবায় ফিরে এলাম।

আমরা বলেছিলাম যে, ভিডিএস বিধিমালায় ৪৩টা সেবার যে তালিকা রয়েছে তার মধ্যে ৪০টা সেবার ক্ষেত্রে সকল পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে ভিডিএস কর্তন করতে হবে। ৩টা সেবা ব্যতিক্রম রয়েছে। সেই ৩টা সেবা নিয়ে এখন আলোচনা করবো, ইন-শা-আল্লাহ।

উক্ত ৩টা সেবার মধ্যে একটা হলো ক্রমিক নং ৬ বিজ্ঞাপন সেবা। আর একটা সেবা হলো ক্রমিক নং ২৩ টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী সেবা।

এ দুটি সেবার ক্ষেত্রে সেবা প্রদানকারী তার ইস্যু করা ভ্যাট চালানপত্র তার সার্কেলের রাজস্ব কর্মকর্তাকে দিয়ে সত্যায়িত করে বিলের সাথে দাখিল করবে। তাহলে উৎসে ভ্যাট কর্তন করতে হবে না। যদি এমন সত্যায়িত ভ্যাট চালানপত্র বিলের সাথে দাখিল করা না হয় তাহলে ১৫% ভিডিএস কাটতে হবে [ভিডিএস বিধিমালার বিধি ৫(৬)]।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top