১[ বিধি ১১৮গ – স্থানীয় পর্যায়ে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনে সুবিধা

Customs Act, 1969 (Act No. IV of 1969) এর Section 19 এর sub-section (1) এবং আইনের ধারা ১২৬ এর উপ-ধারা (১) এর আওতায় সরকার কর্তৃক , সময় সময়, জারীকৃত অব্যাহতি বা রেয়াতী সুবিধা সংক্রান্ত কাস্টমস ও মূল্য সংযোজন কর প্রজ্ঞাপনের আওতাভুক্ত অব্যাহতিপ্রাপ্ত সুনির্দিষ্ট এইচএস কোড এর মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ বাংলাদেশে উৎপাদনের ক্ষেত্রে উহার প্রস্তুতকারক বা উৎপাদক, নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে মূল্য সংযোজন কর পরিশোধ ব্যতিরেকে
সরবরাহ করিতে পারিবেন, যথা:-

  • (ক) আইন অনুযায়ী নিবন্ধিত হইতে হইবে;
  • (খ) নিয়মিত মূল্য সংযোজন কর দাখিলপত্র পেশ করিতে হইবে। ]

এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুন , ২০২১ দ্বারা নূতন বিধি ১১৮গ সন্নিবেশিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top