১[ বিধি ১১৮ক – আদেশ, বিজ্ঞপ্তি, ব্যাখ্যা, পরিপত্র, স্পষ্টিকরণ ইত্যাদি জারির ক্ষমতা

এই বিধিমালা, আইনে নির্ধারণযোগ্য বিষয়, মূল্য সংযোজন কর ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকান্ডের প্রক্রিয়া, অটোমেশনের সহিত মূসক প্রক্রিয়া সামঞ্জস্যকরণ, ইত্যাদি বিষয় হইতে উদ্ভূত যেকোনো সমস্যা নিরসণকল্পে বোর্ড সামগ্রিকভাবে এবং কমিশনার বা পরিদপ্তরের মহাপরিচালক স্ব-স্ব এখতিয়ারভুক্ত বিষয়ে আইনের সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া আদেশ, বিজ্ঞপ্তি, ব্যাখ্যা, পরিপত্র, স্পষ্টিকরণ ইত্যাদি জারি করিতে পারিবে। ]


স.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখঃ ০১ জুন, ২০১৭ দ্বারা নূতন বিধি ১১৮ক সন্নিবেশিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top