উপ-বিধি (১) বোর্ড বিধি ১১০ এ বর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণের নিকট হইতে ফরম “মূসক-১৮.১”এ মূসক পরামর্শক লাইসেন্সের আবেদন গ্রহণ করিবার লক্ষ্যে প্রতি বৎসর জুলাই মাসে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকা এবং নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করিবে।
উপ-বিধি (২) যোগ্য প্রার্থীগণ প্রতি বৎসর জুলাই-ডিসেম্বর মেয়াদে বিধি ১১১ এ বর্ণিত দলিলাদিসহ ৫ (পাঁচ) হাজার টাকা ফিসহ মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর আবেদন করিতে পারিবেন।
উপ-বিধি (৩) উপ-বিধি (২) এ উল্লিখিত আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর পরী ক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চূড়ান্ত করিবেন এবং উহা ওয়েবসাইটে প্রকাশ করিবেন।
উপ-বিধি (৪) মহাপরিচালক প্রাপ্ত আবেদনের ভিত্তিতে সুবিধাজনক সময়ে এতদ্সংশ্লিষ্ট বিধিমালায় বর্ণিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণ করিবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত দলিলাদির সত্যতা নিশ্চিত করিবেন।
উপ-বিধি (৫) মহাপরিচালক পরীক্ষা গ্রহণের ১৫ (পনেরো) দিনের মধ্যে ফলাফল প্রকাশ করিবেন এবং উত্তীর্ণ প্রার্থীদেরকে মূসক নিবন্ধন গ্রহণ করিতে হইবে।
উপ-বিধি (৬) মহাপরিচালক মূসক নিবন্ধিত উত্তীর্ণ প্রার্থীগণকে যথাযথ নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ফরম “মূসক-১৮.১ক” এ মূসক পরামর্শকর্শ লাইসেন্স প্রদান করিবেন।
উপ-বিধি ২[(৭) ***]
উপ-বিধি (৮) মূল্য সংযোজন কর বিভাগে জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডের নিম্নে নহেন এমন পদে ন্যূনতম ৫ (পাঁচ) বৎসর কাজ করিবার অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্ম র্তা গণকে উপ-বিধি (৪) এর অধীন পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে না।
উপ-বিধি (৯) এই আইন ও বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর অধীন প্রদত্ত মূসক পরামর্শক লাইসেন্সসমূহ এই আইনের আওতায় প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে। ]
১ এস.আর.ও. নং-১৪২-আইন/২০২০/১০৩-মূসক, তারিখঃ ১১ জুন , ২০২০ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ ১০৯। মূসক পরামর্শক লাইসেন্স প্রদান পদ্ধতি।—
উপ-বিধি (১) বোর্ড বিধি ১১০ এ বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণের নিকট হইতে অনলাইনে ফরম “মূসক-১৮.১” এ মূসক পরামর্শক লাইসেন্সের আবেদন গ্রহণ করিবে।
উপ-বিধি (২) যোগ্য প্রার্থীগণ বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে যেকোনো সময় বিধি ১১১ এ বর্ণিত দলিলাদিসহ আবেদন করিতে পারিবেন ।
উপ-বিধি (৩) অর্ধবার্ষিক ভিত্তিতে আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা বোর্ড, মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর প্রেরণ করিবে এবং উহা ওয়েবসাইটে প্রকাশ করা হইবে।
উপ-বিধি (৪) মহাপরিচালক প্রতি বৎসর জানুয়ারি-জুন মেয়াদে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে আগস্ট বা সেপ্টেম্বর মাসে এবং জুলাই-ডিসেম্বর মেয়াদে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে ফেব্রুয়ারি বা মার্চ মাসে আবেদনকারী প্রতি ১০ (দশ) হাজার টাকা পরীক্ষার ফি আদায়পূর্বকর্ব বোর্ড কর্তৃকর্তৃ আদেশ দ্বারা নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা গ্রহণ করিবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত দলিলাদির সত্যতা নিশ্চিত করিবেন।
উপ-বিধি (৫) মহাপরিচালক পরীক্ষা গ্রহণের ১৫ (পনের) দিনের মধ্যে ফলাফল প্রকাশ করিবেন এবং যোগ্য প্রার্থীদের একটি তালিকা বোর্ডে প্রেরণ করিবেন।
উপ-বিধি (৬) বোর্ড মহাপরিচালকের নিকট হইতে প্রাপ্ত তালিকা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীগণকে বিধি ১১২ এ বর্ণিত মেয়াদের জন্য যথাযথ নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত কার্ডে ১.১[ ফরম “মূসক-১৮.১ক” এ] মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করিবেন, যাহাতে নিম্নবর্ণিত তথ্যাদিও উল্লেখ থাকিবে, যথা:—
- (ক) লাইসেন্সধারীর নাম, ছবি, জন্ম তা রিখ, রক্তের গ্রুপ, জাতীয় পরিচয়পত্র নম্বর ও নমুনা স্বাক্ষর;
- (খ) লাইসেন্স ইস্যুর ও মেয়াদ উত্তীর্ণের তারিখ; ও
- (গ) লাইসেন্স প্রদানকারী কর্মকর্তার স্বাক্ষর, নাম ও পদবি 1
- উপ-বিধি (৭) মূসক পরামর্শকর্শ নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের ব্যয় উপ-বিধি (৪) এর অধীন আদায়কৃত ফি হইতে পরিশোধ করা হইবে ।
- উপ-বিধি (৮) মূল্য সংযোজন কর বিভাগে জাতীয় বেতন স্কেলের ১.২[৯ম ] গ্রেডের নিম্নে নহেন এমন পদে ন্যূনতম ৫ (পাঁচ) বৎসর কাজ করিবার অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণকে উপ-বিধি (৪) এর অধীন পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে না ।
- উপ-বিধি (৯) এই আইন ও বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর অধীন প্রদত্ত মূসক পরামর্শক লাইসেন্সসমূহ আইনের আওতায় প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে। ]
- ১.১এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখঃ ০১ জুনজু , ২০১৭ দ্বা রা সন্নিবেশিত।
- ১.২এস.আর.ও. নং-২২৬-আইন/২০১৯/৬২-মূসক, তারিখঃ ৩০ জুনজু , ২০১৯ দ্বা রা “৮ম” এর পরিবর্তে প্রতিস্থাপিত।
২এস.আর.ও. নং-১৭৯-আইন/২০২০/১১৯-মূসক, তারিখঃ ৩০ জুনজু , ২০২০ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (৭) বিলুপ্ত।
[ (৭) মূসক পরামর্শকর্শ নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রর্য মের ব্যয় উপ বিধি (২) এর অধীন আদায়কৃত ফি হইতে পরিশোধ করা হইবে। ]
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।