আমি ভ্যাট নিয়ে কাজ করি। ট্রেনিং দেই, সোশাল মিডিয়াতে পোস্ট দেই, প্রশ্নের উত্তর দেই, অনেকে ফোন করেন, কেউ কেউ সাক্ষাৎ করেন, সব মিলে প্রচুর মানুষের সাথে ভ্যাট বিষয়ে আমার ইন্টারএ্যাকশান হয়। গত কিছুদিনের ইন্টারএ্যাকশানে একটা বিষয় বুঝতে পেরেছি।
সেটা হলো, আমাদের দেশে ভ্যাট এখনো ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রীক, মূলত ঢাকা কেন্দ্রীক। মফস্বলে জেলা, উপজেলা লেভেলে ভ্যাট সচেতনতা খুব কম। আমরা বলছি যে, গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটেছে। তাহলে ভ্যাট বিস্তৃত হবে না কেনো। গ্রামীণ অর্থনীতি থেকে করের সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারিনি।
যে কোনো কর ব্যবস্থায় কনসালট্যান্ট শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ, কর আইন সবার পক্ষে জেনে পালন করা সম্ভব নয়। দুঃখের বিষয় হলো, আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় এই দিকটা বড়ই নাজুক। কনসালট্যান্টদের সংখ্যা খুব কম। যাঁরা আছেন, তাঁরাও মূলত ঢাকা এবং চট্টগ্রামে আছেন।
শিবচরের একজন ভ্যাটদাতার সাথে সম্প্রতি সোশাল মিডিয়াতে আমার ইন্টারএ্যাকশান হয়। তিনি জানালেন যে, প্রতি মাসে ভ্যাটের টাকা তিনি ব্যাংকে জমা দেন। তারপর ট্রেজারি চালান নিয়ে ৩২ কিলোমিটার দূরে মাদারীপুর ভ্যাট অফিসে যান।
ট্রেজারি চালান ভ্যাট অফিসে জমা দিয়ে এক কপিতে ভ্যাট অফিসারের সাইন করে আনেন। তিনি নিয়মিত এভাবে ভ্যাট দিচ্ছেন। সম্প্রতি তিনি জানতে পেরেছেন যে, অনলেইনে দাখিলপত্র দাখিল না করার কারণে তাঁর অনেক জরিমানা জমা হয়ে গেছে। এমন সমস্যা অনেকের।
ভ্যাটের ট্রেজারি চালান ভ্যাট অফিসে জমা দেয়ার দরকার নেই, ভ্যাট অফিসারের স্বাক্ষর নেয়ারও দরকার নেই। এটা তাঁরা জানতেন না। অনলাইনে ভ্যাট দাখিলপত্র কিভাবে দাখিল করতে হয়, তাও তাঁরা জানেন না।
তাঁরা সরকারি কোষাগারে ভ্যাট জমা দিয়েছেন কিন্তু পদ্ধতি না জানার কারণে তাঁরা এভাবে বিপদগ্রস্ত হচ্ছেন। মফস্বলের প্রায় সব জেলা, উপজেলার এই চিত্র। আমার এই লেখার মূল উদ্দেশ্য হলো, ভ্যাট কনসালট্যান্টদের মফস্বলে যাওয়া দরকার, এ বিষয়টা তুলে ধরা। ভ্যাটদাতাদেরকে সামান্য একটু সেবা দিলে তাঁরা ভ্যাট দিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। এভাবে ভ্যাটের নেট বৃদ্ধি করা যায়।
কয়েকটা প্রতিষ্ঠান যেমন: দি রিয়েল কনসালটেশন লিঃ, বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরাম (ভ্যাট ফোরাম)সহ আরো কিছু প্রতিষ্ঠান মফস্বলে ভ্যাট সেবা বিস্তার করছে বলে জেনেছি। আমরা আশা করি, তাঁরা শীঘ্রই মফস্বলে প্রয়োজনীয় ভ্যাট সেবা দিতে সক্ষম হবে। তাতে ভ্যাট নেট প্রসারিত হবে। ভ্যাট আহরণ বৃদ্ধি পাবে।
DR. MD. ABDUR ROUF is a VAT Specialist and Trainer. He has about 27 years experience in the VAT management of Bangladesh. He is a regular trainer of International VAT Training Institute and Bangladesh VAT Professionals Forum (VAT Forum).
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।