ভ্যাট অনলাইন সিস্টেমে আপনার আইডি, পাওয়ার্ড পুনরুদ্ধার করার পদ্ধতি

ভ্যাট অনলাইন সিস্টেম তৈরি করা হয়েছে ভ্যাটদাতাদের সুবিধার জন্যে, তাঁদের হয়রানী কমানোর জন্যে। এখন যদি ভ্যাট অনলাইন সিস্টেমে ভ্যাটদাতার আইডি, পাসওয়ার্ড কোনোভাবে আর একজন হস্তগত করে ভ্যাটদাতাকে হয়রানী করে, তাহলে আমরা যতো ভালো ভালো কথা বলছি, সুন্দর ভবিষ্যতের কথা বলছি, এসবের কোনো অর্থ নেই। আমাদেরকে তিমিরে হারিয়ে যেতে হবে। সেটা নিশ্চয়ই আমরা কেউ চাইবো না।

ভ্যাট অনলাইন সিস্টেমে আপনার আইডি, পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে হলে ফরম মূসক-২.৫ পূরণ করবেন। এই ফরমের নূতন সংযোজিত তথ্যের স্থানে আপনার নিজের নাম, এনআইডি, মোবাইল নম্বর, ইমেইল লিখে দেবেন। বা আপনার অফিসের বিশ্বস্ত কারোর তথ্য দিতে পারেন। শুধু মাত্র আইডি, পাসওয়ার্ড পুনরুদ্ধারের জন্য নয় এরে মাধ্যমে আপনার প্রয়োজনীয় তথ্য পরিবর্তনও করতে পারবেন।

লিখবেন যে, মূসক-২.১ ফরমের M সেকশনে পরিবর্তন করতে হবে। ভ্যাট বিভাগীয় অফিস থেকে এই সংশোধনটুকু করে দিলে আপনি নতুন করে সিস্টেমে সাইন-আপ করে নেবেন। তখন অথরাইজ পার্সন পরিবর্তন হয়ে যাবে, আপনি নতুন আইডি, পাসওয়ার্ড পেয়ে যাবেন।

যিনি আপনার আইডি, পাসওয়ার্ড কুক্ষিগত করে রেখেছিলেন তাঁর কাছে আর থাকবে না। আমি যতদূর জেনেছি, ভ্যাট বিভাগীয় অফিসে মূসক-২.৫ দাখিল করলে এ কাজগুলো তাঁরা আন্তরিকতার সাথে করে দিচ্ছে। তাঁদেরকে অধিকতর আন্তরিক হতে বিনীত অনুরোধ করছি।

তাছাড়া, ভ্যাট অনলাইন সিস্টেম কর্তৃপক্ষকেও বিনীত অনুরোধ করছি সহজভাবে ভ্যাটদাতাদের এই সহায়তাটুকু করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য।

যার আইডি, পাসওয়ার্ড তাঁর হাতে যেতে হবে। এটা নিশ্চিত করা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। এটা নিশ্চিত করতে না পারলে জটিলতা দূরীকরণ করে সহজীকরণ হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top