উপ-বিধি(১) বোর্ড এই বিধির পরবর্তী বিধানসমূহ অনুসরণ করিয়া নিরীক্ষক নিয়োগ করিতে পারিবে।
উপ-বিধি(২) নিরীক্ষক নিয়োগের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও তদধীনে প্রণীত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধান অনুসরণ করিতে হইবে।
উপ-বিধি(৩) নিরীক্ষক নিয়োগের টেন্ডার দলিলে অন্যান্য তথ্যের সহিত নিম্নবর্ণিতর্ণি বিষয়াদি সুনির্দিষ্টভাবে উল্লেখ করিতে হইবে, যথা:-
- (ক) নিরীক্ষার জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের সংখ্যা;
- (খ) নিরীক্ষার মেয়াদ;
- (গ) নিরীক্ষকের কার্যপরিধি (terms of reference);
- (ঘ) নিরীক্ষার জন্য প্রযোজ্য নির্দেশিকা (Guideline);
- (ঙ) নিরীক্ষার সময় অনুসরণীয় মানদ- (standard);
- (চ) নিরীক্ষা প্রতিবেদন দাখিলের সময়; এবং
- (ছ) অপরাধ ও দন্ড।
উপ-বিধি(৪) নিযুক্ত নিরীক্ষকের নিম্নবর্ণিত কার্যাবলী দন্ডযোগ্য অপরাধ হিসাবে গণ্য হইবে, যথা:-
- (ক) অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করা;
- (খ) সরকারি রাজস্ব হানিকর কোনো কাজ করা;
- (গ) অসত্য তথ্যপূর্ণ প্রতিবেদন প্রদান করা;
- (ঘ) বোর্ডের চাহিদা মোতাবেক তথ্যাদি সরবরাহে ব্যর্থ হওয়া;
- (ঙ) নিরীক্ষার সময় অনুসরণীয় নির্দেশিকা (Guideline) অনুসরণ না করা;
- (চ) নিরীক্ষার জন্য নির্ধারিত মানদন্ড (standard) অনুসরণ না করা;
- (ছ) কর ফাঁকি প্রদান করা বা অন্য কাউকে তাহা করিতে সহায়তা করা;
- (জ) দরপত্র দাখিলের সময় মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করা;
- (ঝ) নিয়োগ প্রাপ্তির পর কার্যক্রম গ্রহণে অনীহা প্রকাশ বা গৃহীত কার্যক্রম বন্ধ করা বা আংশিকভাবে কার্যক্রম গ্রহণ করা;
- (ঞ) নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলকরণে ব্যর্থতা ; এবং
- (ট) আইন ও এই বিধিমালার কোনো বিধান লংঘন ও টেন্ডার দলিলাদিতে প্রদত্ত শর্ত ভংগ করা।
উপ-বিধি(৫) কোনো নিযুক্ত নিরীক্ষক কর্তৃকর্তৃ উপ-বিধি (8) এর অপরাধ সংঘটনের ক্ষেত্রে উক্ত অপরাধের কারণে যদি—
- (ক) কর ফাঁকি হইয়া থাকে তাহা হইলে-
- (অ) উক্ত নিরীক্ষক ফাঁকি প্রদত্ত করের ন্যূনতম দ্বিগুণ পরিমাণ অর্থদন্ডে দন্ডিত হইবেন;
- (আ) তাহার চুক্তি বাতিল হইবে; ও
- (ই) প্রথমবার অপরাধের ক্ষেত্রে ৫ (পাঁচ) বৎসরের জন্য এবং দ্বিতীয়বার অপরাধের ক্ষেত্রে সারা জীবনের জন্য স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত হইবেন; এবং
- (খ) যদি কর ফাঁকি না হইয়া থাকে তাহা হইলে—
- (অ) উক্ত নিরীক্ষক ন্যূনতম ৩ (তিন) লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন;
- (আ) তাহার চুক্তি বাতিল হইবে; ও
- (ই) প্রথমবার অপরাধের ক্ষেত্রে ৫ (পাঁচ) বৎসরের জন্য এবং দ্বিতীয়বার অপরাধের ক্ষেত্রে সারা জীবনের জন্য স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত হইবেন।
উপ-বিধি(৬) উপ-বিধি (৫) এ বর্ণিত দন্ড আরোপের ক্ষেত্রে কারণ দর্শানো নোটিশ ও ব্যক্তিগত শুনানির ক্ষেত্রে বিধি ৬৫ এর বিধান অনুসরণ করিতে হইবে।
উপ-বিধি(৭) উপ-বিধি (৫) এর বিধান পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও তদধীনে প্রণীত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর এতদসংক্রান্ত বিধানের অতিরিক্ত হইবে।
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।