উপ-বিধি(১) ধারা ৭৩ অনুযায়ী কর নির্ধারণ এবং ধারা ৮৫ অনুযায়ী জরিমানা আরোপের লক্ষ্যে ধারা ৭৩ ও ধারা ৮৬ এ উল্লিখিত যথোপযুক্ত কর্মকর্তা ফরম “মূসক-১২.১২” এ প্রাথমিক কারণ দর্শানো নোটিশ জারি করিবেন।
উপ-বিধি(২) ধারা ৮৫ এর উপ-ধারা (১) এ বর্ণিত কর ফাঁকি সংক্রান্ত ব্যর্থতা ব্যতীত অন্য যেকোনো ধরণের ব্যর্থতা বা অনিয়মের জন্য সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোনো মূসক কর্মকর্তা ফরম “মূসক-১২.১২” এ প্রাথমিক কারণ দর্শানো নোটিশ জারি করিবেন।
উপ-বিধি(৩) ধারা ৮৫ এর উপ-ধারা (২) এর মর্মানুযায়ী কোনো অনিয়ম সংঘটিত হইলে সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোনো মূসক কর্মকর্তা ফরম “মূসক-১২.১২” এ প্রাথমিক কারণ দর্শানো নোটিশ জারি করিবেন এবং সেইক্ষেত্রে অন্যূন ১০ (দশ) হাজার এবং অনূর্ধ্ব ১(এক) লক্ষ টাকা জরিমানা আরোপিত হইবে।
উপ-বিধি(৪) প্রযোজ্য ক্ষেত্রে, ফরম “মূসক-১২.১২” এ উল্লিখি তথ্যের অতিরিক্ত তথ্য চাহিয়া ও সন্নিবেশ করিয়া কারণ দর্শানো নোটিশ জারি করা যাইবে।
উপ-বিধি(৫) ফরম “মূসক-১২.১২” এর মাধ্যমে জারীকৃত প্রাথমিক কারণ দর্শানো নোটিশ ও ফরম “মূসক-১২.১৩” এর মাধ্যমে নোটিশ চূড়ান্তকরণের লক্ষ্যে ধারা ৭৩ এর উপ-ধারা (২) এ বর্ণিত বিধান অনুসরণ করিতে হইবে।
উপ-বিধি(৬) কারণ দর্শানো নোটিশের জবাব প্রাপ্তির পর যথোপযুক্ত কর্মকর্তা ফরম “মূসক-১২.১৩” এ কর নির্ধারণ ও জরিমানা আরোপের চূড়ান্ত আদেশ জারি করিবেন।
উপ-বিধি(৭) প্রযোজ্য ক্ষেত্রে, ফরম “মূসক-১২.১৩” এ উল্লিখিত তথ্যের অতিরিক্ত তথ্য সন্নিবেশ করিয়া চূড়ান্ত আদেশ জারি করা যাইবে।
উপ-বিধি(৮) নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব পাওয়া না গেলে যথোপযুক্ত কর্মকর্তা প্রাপ্ত দলিলাদির ভিত্তিতে কর নির্ধারণ ও জরিমানা আরোপ করিয়া আদেশ জারি করিতে পারিবেন। ]
১এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখঃ ২১ মে, ২০২৩ দ্বারা নিম্নরূপ বিধি ৬৫ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ বিধি ৬৫ – জরিমানা আরোপের পদ্ধতি-
১.১[ (১) ধারা ৮৫ এর উপ-ধারা (১) এর সা রণীর ক্রমিক নং (ছ), (জ), (ঝ) ও (ড) এ বর্ণিত ব্যর্থতা বা অনিয়ম বা কর ফাঁকির ক্ষেত্রে বিধি ৬১ এর উপ-বিধি (৬) এ উল্লিখিত ফরম মূসক-১২.৬ এ প্রতিবেদন প্রাপ্তির পর উক্তক্ষেত্রসহ অন্যান্য সকল কর ফাঁকির ক্ষেত্রে ধারা ৭৩ এ উল্লিখিত কর নির্ধারণ কার্যক্রম সম্পন্ন করিয়া জরিমানা আরোপের লক্ষ্যে ধারা ৮৬ এর উপ-ধারা (১) এর দফা (খ) এ বর্ণিত আর্থিক ক্ষমতা অনুযায়ী ন্যায় নির্ণয়কারী কর্মকর্তা ফরম মূসক-১২.১২ এ কারণ দর্শানো নোটিশ জারি করিবেন। ]
১.২[ (২) ধারা ৮৫ এর উপ-ধারা (১) এ বর্ণিত কর ফাঁকি সংক্রান্ত ব্যর্থতা বা অনিয়ম ব্যতীত অন্য যে কোনো ধরনের ব্যর্থতা বা অনিয়মের জন্য –
- (ক) যদি কোনো কর ফাঁকি হইয়া থাকে তাহা হইলে ধারা ৮৬ এর উপ-ধারা (১) এর দফা (খ) এ বর্ণিত আর্থিক ক্ষমতা অনুযায়ী ন্যায় নির্ণয়কারী কর্মকর্ম র্তা ধারা ৭৩ এ উল্লি খিত কর নির্ধারণ কার্যক্রম সম্পন্নকরণ করিয়া কারণ দর্শানো নোটিশ জারি করিবেন এবং সেই ক্ষেত্রে ফাঁকি প্রদত্ত করের ১.৩[অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ] জরিমানা আরোপিত হইবে;
- (খ) যদি কোনো কর ফাঁকি না হইয়া থাকে তাহা হইলে সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোনো মূসক কর্মকর্তা কারণ দর্শানো নোটিশ জারি করিবেন এবং সেই ক্ষেত্রে অন্যূন ১০ (দশ) হাজার এবং অনূর্ধ্ব ১(এক) লক্ষ টাকা জরিমানা আরোপিত হইবে। ]
(৩) উপ-বিধি (২) এ বর্ণিত কারণ দর্শানো নোটিশে, অন্যান্য তথ্যের সহিত নিম্নবর্ণিত তথ্যাদি সন্নিবেশিত থাকিবে, যথা:-
- (ক) সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা (যদি থাকে);
- (খ) ১.৪[ব্যর্থতা বা অনিয়ম বা কর ফাঁকির] ধরন ও বিবরণ;
- (গ) ১.৫[ব্যর্থতা বা অনিয়ম বা কর ফাঁকির] কারণে লংঘিত ধারা বা বিধি বা তদধীনে প্রণীত বিধান;
- (ঘ) শাস্তির ধারা বা বিধি;
- (ঙ) ফাঁকি প্রদত্ত বা পরিহারকৃত করের পরিমাণ (যদি থাকে);
- (চ) কারণ দর্শানো নোটিশের জবাব প্রদানের শেষ তারিখ;
- (ছ) সংশ্লিষ্ট ব্যক্তি ব্যক্তিগত শুনানি দিতে আগ্রহী কিনা;
- (জ) নির্ধারিত সময়ে জবাব পাওয়া না গেলে প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ন্যায়-নিৰ্ণয়ন আদেশ প্রদান করা হইবে মর্মে অবহিতকরণ; এবং
- (ঝ) ন্যায়-নির্ণয়কারী কর্মকর্তার নাম, পদবি, ফোন, ই-মেইল ও জবাব প্রেরণের ঠিকানা।
(৪) কারণ দর্শানো নোটিশ জারির তারিখ ও জবাব প্রদানের শেষ তারিখের মধ্যে অন্যূন ২ (দুই) সপ্তাহ ও অনূর্ধ্ব ৪(চার) সপ্তাহ ব্যবধান থাকিতে হইবে।
(৫) সংশ্লিষ্ট ব্যক্তি কারণ দর্শানো নোটিশের জবাব প্রদানের জন্য নির্ধারিত সময়ে সময় বৃদ্ধির আবেদন করিলে ন্যায়-নির্ণয়র্ণনকারী কর্মকর্তা তাহার বিবেচনায় উপযুক্ত সময় মঞ্জুর করিতে পারিবেন।
(৬) কারণ দর্শানো নোটিশের জবাব প্রাপ্তির পর ১.৬[ব্যর্থতা বা অনিয়ম বা কর ফাঁকির] জন্য দায়ী ব্যক্তি শুনানি প্রদানে আগ্রহী হইলে তাহাকে শুনানি প্রদান করিয়া ন্যায়-নির্ণয়কারী কর্মকর্তা ফরম “মূসক–১২.১৩”এ ন্যায়-নির্ণয়ন আদেশ জারি করিবেন, যাহাতে অন্যান্য তথ্যের সহিত, নিম্নবর্ণিত তথ্যাদি সন্নিবেশিত থাকিবে, যথা:-
- (ক) ১.৭[ব্যর্থতা বা অনিয়ম বা কর ফাঁকির] জন্য অভিযুক্ত ব্যক্তির নাম, ঠিকানা ও ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা (যদি থাকে);
- (খ) আনীত অভিযোগের ধরন ও বিবরণ;
- (গ) আনীত অভিযোগের কারণে লংঘিত ধারা বা বিধি বা তদাধীনে প্রণীত কোনো বিধান;
- (ঘ) শাস্তির ধারা বা বিধি;
- (ঙ) ফাঁকি প্রদত্ত বা পরিহারকৃত করের পরিমাণ (যদি থাকে);
- (চ) আরোপিত জরিমানার পরিমাণ;
- (ছ) কারণ দর্শানো নোটিশের জবাব;
- (জ) ব্যক্তিগত শুনানিতে দেওয়া বক্তব্য (যদি থাকে);
- (ঝ) আনীত অভিযোগ ও অভিযুক্ত ব্যক্তির জবাব বিশ্লেষণ বা পর্যালোচনা;
- (ঞ) বিশ্লেষণের ফলাফল (অভিযোগ প্রমাণিত বা খণ্ডিত);
- (ট) আদেশ;
- ১.৮[(ঠ) আদেশে কোনো জরিমানা আরোপ করা হইয়া থাকিলে উক্ত জরিমানা জমা প্রদানের জন্য প্রযোজ্য অর্থনৈতিক কোড, সময় ও জমা প্রদানের পদ্ধতি;]
- (ড) ন্যায়-নির্ণয়ন আদেশে কোনো পক্ষ সংক্ষুব্ধ হইলে আপিলের স্থান, সময় ও পদ্ধতি; এবং
- (ঢ) ন্যায়-নির্ণয়নকারী কর্মকর্তার নাম, পদবি, ফোন, ই-মেইল ও যোগাযোগের ঠিকানা।
(৭) উপ-বিধি (৪) এ নির্ধারিত সময়ে বা উপ-বিধি (৫) এ নির্ধারিত বর্ধিত সময়ে কারণ দর্শানো নোটিশের জবাব পাওয়া না গেলে ন্যায়-নির্ণয়নকারী কর্মকর্তা প্রাপ্ত দলিলাদির ভিত্তিতে ন্যায়-নির্ণয়ন আদেশ জারি করিবেন। ]
১.১এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুন , ২০২১ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (১) ধারা ৮৫ এর উপ-ধারা (১) এ বর্ণিত ব্যর্থতা বা অনিয়ম ব্যতীত অন্য যেকোনো ধরনের ব্যর্থতা বা অনিয়মের জন্য—
- (ক) যদি কোনো কর ফাঁকি হইয়া থাকে তাহা হইলে ফাঁকি প্রদত্ত করের অনূর্ধ্ব সমপরিমাণ জরিমানা আরোপিত হইবে; এবং
- (খ) যদি কোনো কর ফাঁকি না হইয়া থাকে তাহা হইলে অন্যূন ১০,০০০ (দশ হাজার ) এবং অনূর্ধ্ব ১ (এক) লক্ষ টাকা জরিমানা আরোপিত হইবে । ]
১.২এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুন , ২০২১ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (২) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (২) ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে ফরম “মূসক-১২.৬” এ প্রতিবেদন প্রাপ্তির পর—
- (ক) উপ-বিধি (১) এর দফা (ক) এর অধীন জরিমানা আরোপের লক্ষ্যে ধারা ৮৬ এর উপ-ধারা (১) এর দফা (খ) এ বর্ণিত আর্থিক ক্ষমতা অনুযায়ী ন্যায়-নির্ণয়নকারী কর্মকর্তা ; এবং
- (খ) ধারা ৮৬ এর উপ-ধারা (১) এর শর্তাংশ ও উপ-বিধি (১) এর দফা (খ) এর অধীন জরিমানা আরোপের ক্ষেত্রে কমিশনার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা , ফরম “মূসক- ১২.১২” এ কারণ দর্শানো নোটিশ জারি করিবেন। ]
১.৩এস.আর.ও. নং-১৬১-আইন/২০২২/১৭৪-মূসক, তারিখঃ ০১ জুন , ২০২২ দ্বারা “সমপরিমাণ” শব্দের পরিবর্তে “অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব পরিমাণ” প্রতিস্থাপিত হয় এবং পরবর্তীতে আবার এস.আর.ও. নং-২২৩-আইন/২০২২/১৯৫-মূসক, তারিখঃ ২৮ জুন , ২০২২ দ্বারা “অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব পরিমাণ” শব্দের পরিবর্তে “অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ” প্রতিস্থাপিত।
১.৪এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুন , ২০২১ দ্বারা “ব্যর্থতা বা অনিয়মের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১.৫এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুন , ২০২১ দ্বারা “ব্যর্থতা বা অনিয়মের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১.৬এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুন , ২০২১ দ্বারা “ব্যর্থতা বা অনিয়মের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১.৭এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুন , ২০২১ দ্বারা “ব্যর্থতা বা অনিয়মের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
১.৮এস.আর.ও. নং-১৬১-আইন/২০২২/১৭৪-মূসক, তারিখঃ ০১ জুন , ২০২২ দ্বারা নিম্নরূপ দফা (ঠ) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (ঠ) আদেশে কোনো জরিমানা আরোপ করা হইয়া থাকিলে জরিমানা ও ফাঁকিফাঁ প্রদত্ত বা পরিহারকৃত করসহ (যদি থাকে) মোট প্রদেয় অর্থেরর্থে পরিমাণ এবং তাহা সরকারি কোষাগারে জমা প্রদানের তারিখ, হিসাব কোড ও জমা প্রদানের পদ্ধতি (mode of payment); ]
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।