১[ বিধি ৬৫ – জরিমানা আরোপের পদ্ধতি

উপ-বিধি(১) ধারা ৭৩ অনুযায়ী কর নির্ধারণ এবং ধারা ৮৫ অনুযায়ী জরিমানা আরোপের লক্ষ্যে ধারা ৭৩ ধারা ৮৬ এ উল্লিখিত যথোপযুক্ত কর্মকর্তা ফরম “মূসক-১২.১২” এ প্রাথমিক কারণ দর্শানো নোটিশ জারি করিবেন।

উপ-বিধি(২) ধারা ৮৫ এর উপ-ধারা (১) এ বর্ণিত কর ফাঁকি সংক্রান্ত ব্যর্থতা ব্যতীত অন্য যেকোনো ধরণের ব্যর্থতা বা অনিয়মের জন্য সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোনো মূসক কর্মকর্তা ফরম “মূসক-১২.১২” এ প্রাথমিক কারণ দর্শানো নোটিশ জারি করিবেন।

উপ-বিধি(৩) ধারা ৮৫ এর উপ-ধারা (২) এর মর্মানুযায়ী কোনো অনিয়ম সংঘটিত হইলে সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোনো মূসক কর্মকর্তা ফরম “মূসক-১২.১২” এ প্রাথমিক কারণ দর্শানো নোটিশ জারি করিবেন এবং সেইক্ষেত্রে অন্যূন ১০ (দশ) হাজার এবং অনূর্ধ্ব ১(এক) লক্ষ টাকা জরিমানা আরোপিত হইবে।

উপ-বিধি(৪) প্রযোজ্য ক্ষেত্রে, ফরম “মূসক-১২.১২” এ উল্লিখি তথ্যের অতিরিক্ত তথ্য চাহিয়া ও সন্নিবেশ করিয়া কারণ দর্শানো নোটিশ জারি করা যাইবে।

উপ-বিধি(৫) ফরম “মূসক-১২.১২” এর মাধ্যমে জারীকৃত প্রাথমিক কারণ দর্শানো নোটিশ ও ফরম “মূসক-১২.১৩” এর মাধ্যমে নোটিশ চূড়ান্তকরণের লক্ষ্যে ধারা ৭৩ এর উপ-ধারা (২) এ বর্ণিত বিধান অনুসরণ করিতে হইবে।

উপ-বিধি(৬) কারণ দর্শানো নোটিশের জবাব প্রাপ্তির পর যথোপযুক্ত কর্মকর্তা ফরম “মূসক-১২.১৩” এ কর নির্ধারণ ও জরিমানা আরোপের চূড়ান্ত আদেশ জারি করিবেন।

উপ-বিধি(৭) প্রযোজ্য ক্ষেত্রে, ফরম “মূসক-১২.১৩” এ উল্লিখিত তথ্যের অতিরিক্ত তথ্য সন্নিবেশ করিয়া চূড়ান্ত আদেশ জারি করা যাইবে।

উপ-বিধি(৮) নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব পাওয়া না গেলে যথোপযুক্ত কর্মকর্তা প্রাপ্ত দলিলাদির ভিত্তিতে কর নির্ধারণ ও জরিমানা আরোপ করিয়া আদেশ জারি করিতে পারিবেন। ]


এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখঃ ২১ মে, ২০২৩ দ্বারা নিম্নরূপ বিধি ৬৫ এর পরিবর্তে প্রতিস্থাপিত।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top