বিধি ৪৯-দাখিলপত্র সংশোধন

উপ-বিধি(১) কোনো করদাতা কর্তৃক মূল্য সংযোজন কর অথবা টার্নওভার কর দাখিলপত্র পেশ করিবার পর পেশকৃত দাখিলপত্রে নিম্নবর্ণিত ক্ষেত্রে সংশোধনী আনয়ন করা যাইবে, যথা:-

  • (ক) কোনো করণিক ক্রটি থাকিলে;
  • (খ) কোনো হিসাবের ভুল সংক্রান্ত কারণে কর কম পরিশোধিত হইয়া থাকিলে;
  • (গ) কোনো হিসাবের ভুল সংক্রান্ত কারণে কর বেশি পরিশোধিত হইয়া থাকিলে;
  •  (ঘ) জালিয়াতি ব্যতীত অন্যকোনো ধরনের ক্রটি সম্পাদিত হইয়া থাকিলে;

উপ-বিধি [ (১ক) উপ-বিধি (১) এ বর্ণিতর্ণি কারণ ব্যতীত অন্য যেকোনো কারণে যেমন: নির্ধা রির্ধা ত সময়ের মধ্যে হ্রাসকারী সমন্বয় বা রেয়াত গ্রহণের ব্যর্থতার ক্ষেত্রে দাখিলপত্র সংশোধন করা যাইবে না। ]

উপ-বিধি [(২) করদাতা ক্রটি চিহ্নিত হওয়ার অব্যবহিত পর, করদাতা-

  • (ক)     অনলাইনে সংশ্লিষ্ট করমেয়াদের দাখিলপত্রের মাধ্যমে; বা
  • (খ)     অনলাইনে আবেদনের ক্ষেত্র ব্যতিরেকে, ফরম “মূসক-৯.৪” এ কমিশনার বরাবর আবেদন করিবেন; এবং
  • (গ)     আবেদনে সংশোধনের প্রয়োজনীয়তা ও ক্রটির কারণ বিস্তারিতভাবে উল্লেখ করিবেন।]

উপ-বিধি (৩) সংশোধনীর আবেদন-

  • (ক) সংশ্লিষ্ট দাখিলপত্র দাখিলের ৪ (চার) বৎসরের মধ্যে দাখিল করা যাইবে;
  • (খ)মূসক কর্তৃপক্ষ কর্তৃক কোনো নিরীক্ষা বা তদন্তের সূচনা করিলে বা অন্যকোনো উপায়ে ক্রটি উদঘাটিত হইলে দাখিল করা যাইবে না।

উপ-বিধি (৪) দাখিলপত্র সংশোধনীর মাধ্যমে সংশ্লিষ্ট করমেয়াদের নীট প্রদেয় কর হ্রাস করিবার ক্ষেত্রে, উপ-বিধি (২) এর অধীন আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে কমিশনার উক্ত আবেদনের উপর সিদ্ধান্ত প্রদান করিবেন।

উপ-বিধি (৫) উপ-বিধি (২) এর অধীন প্রাপ্ত আবেদন উপ-বিধি (৪) এ নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন না করিলে তাহা মঞ্জর করা হইয়াছে বলিয়া গণ্য হইবে।

উপ-বিধি (৬) যেইক্ষেত্রে নিরীক্ষা নোটিশ প্রাপ্তির পূর্বে দাখিলপত্র সংশোধনের কোনো অনুরোধ করদাতা কর্তৃক পেশ করা হয় এবং দাখিলপত্র সংশোধনের ফলে নীট প্রদেয় করের পরিমাণ বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে-

  • (ক) প্রযোজ্য কম পরিশোধিত করের উপর ধারা ১২৭ এর অধীন সুদ গণনা করিতে হইবে; এবং
  • (খ) সুদসহ কম পরিশোধিত কর পরিশোধের ক্ষেত্রে দাখিলপত্র সংশোধনজনিত কারণে কোনো অর্থদন্ড বা জরিমানা আরোপ করা হইবে না।

উপ-বিধি (৭) যেইক্ষেত্রে নিরীক্ষা নোটিশ প্রাপ্তির পূর্বে দাখিলপত্র সংশোধনের কোনো অনুরোধ করতাদা কর্তৃক পেশ করা হয় এবং দাখিলপত্র সংশোধনের ফলে নীট প্রদেয় করের পরিমাণ হ্রাস পায়, সেইক্ষেত্রে-

  • (ক) মূল্য সংযোজন কর দাখিলপত্রের ক্ষেত্রে: করদাতা কমিশনার কর্তৃক নির্ধারিত কর মেয়াদে অতিরিক্ত পরিমাণ অর্থের সমপরিমাণ হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন।
  • (খ) টার্নওভার কর দাখিলপত্রের ক্ষেত্রে: কমিশনার কর্তৃক নির্ধারিত কর মেয়াদে অতিরিক্ত পরিমাণ অর্থের সমপরিমাণ অর্থ প্রদেয় টার্নওভার করের পরিমাণ হইতে বাদ দিতে পারিবেন; অথবা
  • (গ) উৎসে কর্তনকারী সত্তার ক্ষেত্রে: কমিশনার কর্তৃক নির্ধারিত ফেরতযোগ্য কর আইনের বিধান অনুযায়ী ফেরত পাইবেন ।

এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখঃ ২১ মে, ২০২৩ দ্বারা নূতন উপ-বিধি (১ক) সন্নিবেশিত।
এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুন, ২০২১ দ্বারা “করদাতা ত্রুটি চিহ্নিত হওয়ার অব্যবহিত পর, করদাতা” এর পরিবর্তে প্রতিস্থাপিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top