বিধি ৪৬- ১[টার্নওভার কর আদায়]

[বোর্ড বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তালিকাভুক্তি প্রদানের লক্ষ্যে নিবন্ধন সীমা নিরূপণ ও টার্নওভার কর আদায় পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।]


এস.আর.ও. নং-২২৬-আইন/২০১৯/৬২-মূসক, তারিখঃ ৩০ জুন, ২০১৯ দ্বারা “টার্নওর্নভার কর সমন্বয়” এর পরিবর্তে প্রতিস্থাপিত।

এস.আর.ও. নং-২২৬-আইন/২০১৯/৬২-মূসক, তারিখঃ ৩০ জুন, ২০১৯ দ্বারা নিম্নরূপ বিধি (৪৬) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ ৪৬। টার্নওর্নভার কর সমন্বয়।-
তালিকাভুক্ত ব্যক্তি আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর বিধি ১৯ এর উপ-বিধি (১) এ বর্ণিত মেয়াদের দাখিলপত্রে পরিশোধিত আগাম করের সমপরিমাণ অর্থের একটি হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন। ]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top