উপ-বিধি (১) যেই তারিখে পণ্যটি রপ্তানি করা হইয়াছে অথবা কোনো জাহাজ, উড়োজাহাজ বা অন্যকোনো যানে রপ্তানির লক্ষ্যে বোঝাই করা হইয়াছে উক্ত তারিখ হইতে ৬ (ছয়) মাসের মধ্যে নিবন্ধিত ব্যক্তিকে হ্রাসকারী সমন্বয়ের উদ্দেশ্যে ফরম “মূসক-৭.১” এ কমিশনারের নিকট আবেদন করিতে হইবে।
উপ-বিধি (২) উপ-বিধি (১) এ বর্ণিত আবেদনের সহিত নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করিতে হইবে, যথা:-
- (ক) উপকরণ আমদানি বা ব্যবহারের জন্য-
- (অ) রিলিজ অর্ডার বা শুল্ক-কর পরিশোধের প্রমানসহ বিল অব এন্ট্রি এর কপি;
- (আ) শুল্ক কর্মকর্তা (Customs Officer) কর্তৃক প্রত্যায়িত ইনভয়েস ও প্যাকিং লিস্ট (প্রযোজ্য ক্ষেত্রে সংশোধিত আকারে) এর কপি; ও
- (ই) রপ্তানিকৃত পণ্যে আমদানিকৃত উপকরণ ব্যবহারের প্রমাণপত্র; এবং
- (খ) পণ্য রপ্তানির জন্য-
- (অ) বিল অব লেডিং বা এয়ারওয়ে বিল বা ট্রাক রিসিট (প্রযোজ্য ক্ষেত্রে) এর কপি;
- ১[(আ) এক্সপোর্ট জেনারেল মেনিফেস্ট (প্রযোজ্য ক্ষেত্রে) এর কপি।]
- (ই) ২[***]
৩[ (৩) উপ-বিধি (১) ও (২) এ বর্ণিত শর্তাবলী পূরণ করা হইলে উক্ত আবেদন প্রাথমিকভাবে গৃহীত হইবে; তবে উক্ত আবেদনের ভিত্তিতে কমিশনার কর্তৃক আংশিক বা সমুদয় হ্রাসকারী সমন্বয় সাধনের অনুমোদন বিবেচনার লক্ষ্যে বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসন সনদ (Proceed Realization Certificate-PRC) এর কপি দাখিল করিতে হইবে এবং কমিশনার যে কর মেয়াদে বা মেয়াদসমূহে সমন্বয় সাধন করা যাইবে উহা উল্লেখপূর্বক অনুমতি প্রদান করিয়া আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবেন। ]
৪[ (৪) উপ-বিধি (৩) এর বিধানাবলী পরিপালন করা হইলে কমিশনার আবেদন প্রাপ্তির ১৫ (পনের) দিনের বা উক্ত বিধানাবলী পরিপালনের ১৫ (পনের) দিনের মধ্যে উক্ত আবেদনের উপর সিদ্ধান্ত প্রদান করিবেন। ]
উপ-বিধি (৫) কমিশনার কর্তৃক জারীকৃত অনুমতিপত্রে উল্লিখিত কর মেয়াদের দাখিলপত্রে আবেদনকারী হ্রাসকারী সমন্বয় সাধন করিবেন।
উপ-বিধি (৬) কমিশনার উপ-বিধি (৪) এ নির্ধারিত সময়ে সিদ্ধান্ত প্রদান না করিলে তিনি আবেদনটি মঞ্জর করিয়াছেন বলিয়া গণ্য হইবে।
১এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখ: ২১ মে ২০২৩ দ্বারা নিম্নরূপ উপ-দফা (আ) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (আ) এক্সপোর্ট জেনারেল মেনিফেস্ট (প্রযোজ্য ক্ষেত্রে) এর কপি; ও ]
২এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখ: ২১ মে ২০২৩ দ্বারা নিম্নরূপ উপ-দফা (ই) বিলুপ্ত।
[ (ই) বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসন সনদ (Proceed Realization Certificate – PRC) এর কপি। ]
৩এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখ: ২১ মে ২০২৩ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (৩) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (৩) উপ-বিধি (১) ও (২) এ বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে কমিশনার আংশিক অথবা সমুদয় হ্রাসকারী সমন্বয় সাধনের অনুমতি প্রদান করিবেন এবং যে কর মেয়াদে বা মেয়াদসমূহে সমন্বয় সাধন করা যাইবে উহা উল্লেখপূর্বক অনুমতি প্রদান করিয়া আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবেন। ]
৪এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখ: ২১ মে ২০২৩ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (৪) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (৪) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে কমিশনার উক্ত আবেদনের উপর সিদ্ধান্ত প্রদান করিবেন। ]
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।