বিধি ২৯- ১[ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং ব্যবস্থার] মাধ্যমে অর্থ পরিশোধ না করার কারণে সমন্বয়

(১) করযোগ্য সরবরাহ অর্জনের ক্ষেত্রে কোনো নিবন্ধিত ব্যক্তিকে ধারা ৪৬ এর [উপ-ধারা (১)] এর দফা (ক) এ বর্ণিত সরবরাহের ক্ষেত্রে [ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং মাধ্যমে] ব্যতিরেকে পণ পরিশোধের ক্ষেত্রে একটি বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিতে হইবে।

(২) উপ-বিধি (১) এর অধীন প্রয়োজনীয় বৃদ্ধিকারী সমন্বয় সেই কর মেয়াদে বা কর মেয়াদসমূহে করিতে হইবে যেই কর মেয়াদে বা কর মেয়াদসমূহে কোনো ব্যক্তি যাচাইযোগ্য [ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং দলিল] ব্যতিরেকে অন্য কোনো উপায়ে সরবরাহের পণ পরিশোধ করেন।

(৩) সমন্বয়ের পরিমাণ যাচাইযোগ্য [ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং দলিল] ব্যতিরেকে অন্য কোনো উপায়ে পরিশোধিত পণের কর ভগ্নাংশের সমান হইবে।

(৪) এই বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, কমিশনারের পূর্বানুমোদন সাপেক্ষে পরস্পর সম্পর্কযুক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে বিনিময় পদ্ধতির সরবরাহের (supply made under barter process) ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ না হইলেও রেয়াত গ্রহণ করা যাইবে।


এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখঃ ২১ মে, ২০২৩ দ্বারা “ব্যাংকিং ব্যবস্থার” এর পরিবর্তে প্রতিস্থাপিত।
এস.আর.ও. নং-২২৬-আইন/২০১৯/৬২-মূসক, তারিখঃ ৩০ জুন , ২০১৯ দ্বারা “উপ-ধারা (২)” এর পরিবর্তে প্রতিস্থাপিত।
এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখঃ ২১ মে, ২০২৩ দ্বারা “ব্যাংকিং মাধ্যম” এর পরিবর্তে প্রতিস্থাপিত।
এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখঃ ২১ মে, ২০২৩ দ্বারা “ব্যাংকিং দলিল” এর পরিবর্তে প্রতিস্থাপিত।
এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখঃ ২১ মে, ২০২৩ দ্বারা “ব্যাংকিং দলিল” এর পরিবর্তে প্রতিস্থাপিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top