বিধি ১১৯ – রহিতকরণ ও হেফাজত

উপবিধি-(১) এই বিধিমালা কার্যকরর্য হওয়ার সঙ্গে সঙ্গে প্রজ্ঞাপন এসআরও নং- ১৭৮-আইন/৯১/৩-মূসক, তারিখ: ২৮ জ্যৈষ্ঠ, ১৩৯৮ বঙ্গাব্দ মোতাবেক ১২ জুন , ১৯৯১ খ্রিস্টাব্দ দ্বারা জারিকৃত মূল্য সংযোজন কর বিধিমালা, ১৯৯১ অতঃপর উক্ত বিধিমালা বলিয়া উল্লিখিত, রহিত হইবে।

উপবিধি-(২) উক্ত বিধিমালা রহিত হওয়া সত্ত্বেও—

  • (ক) উক্ত বিধিমালার অধীন কৃত বা গৃহীত ব্যবস্থা, এই বিধিমালার বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওর্য় সাপেক্ষে, এই বিধিমালার অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে;
  • (খ) উক্ত বিধিমালার অধীন প্রদত্ত সকল আদেশ বা নোটিশ এই বিধিমালার বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত , বলবৎ থাকিবে এবং এই বিধিমালার অধীন প্রণীত, প্রদত্ত বা জারিকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top