বিধি ১১৮ – মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর অধীন চলতি হিসাব (মূসক-১৮) এ স্থিত সমাপনী জের সমন্বয়

উপ-বিধি(১) মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত এর অধীন কোনো নিবন্ধিত ব্যক্তির চলতি হিসাব (মূসক-১৮) এ সমাপনী জের থাকিলে এবং উহা উক্ত আইনের অধীন প্রদেয় করের বিপরীতে সমন্বয় করিতে অসমর্থ হইলে আইন প্রবর্তনের তারিখে এই বিধির পরবর্তী বিধান সাপেক্ষে উক্ত স্থিত সমাপনী জের আইনের অধীন হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন।

উপ-বিধি-(২) উক্ত আইন এর অধীন কোনো নিবন্ধিত ব্যক্তি উক্ত আইনের অধীন স্থিত সমাপনী জের আইনের অধীন হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন না, যদি-

  • (ক) তিনি আইনের অধীন নিবন্ধিত না হন;
  • [(খ) ***]
  • [(গ) ***]
  • (ঘ) উক্ত আইন বা আইনের অধীন তাহার নিকট কোনো বকেয়া কর পাওনা থাকে।

উপ-বিধি(৩) কোনো নিবন্ধিত ব্যক্তি প্রতি কর মেয়াদে আইনের অধীন নীট প্রদেয় করের সর্বো চ্চর্বো ৩[৩০% (ত্রিশ শতাংশ)] পরিমাণ উক্ত উপকরণ কর হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন।

উপ-বিধি(৪) উপ-বিধি (৩) এর অধীন হ্রাসকারী সমন্বয় সাধনের লক্ষ্যে নিবন্ধিত ব্যক্তি উক্ত আইন এর আওতায় দাখিলকৃত দাখিলপত্রসহ (মুসক ১৯) কমিশনারের নিকট আবেদন করিবেন।

উপ-বিধি(৫) কমিশনার আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে উপ-বিধি (২) এর শর্তা দি যাচাইপূর্বকর্ব ফরম “মূসক–১৮.৬”এ একটি প্রত্যয়নপত্র ইস্যু করিবেন যাহার ভিত্তিতে নিবন্ধিত ব্যক্তি উক্ত আইন এর আওতায় স্থিত সমাপনী জের আইনের অধীন ব্যবস্থিত হইবে।

উপ-বিধি(৬) উক্ত আইন এর আওতায় একাধিক নিবন্ধন আইনের অধীন একটি নিবন্ধনের আওতায় কার্যক্রর্য ম পরিচালনার ক্ষেত্রে কমিশনার কর্তৃকর্তৃ ফরম “মূসক–১৮.৬”এ ইস্যুকৃত প্রতিটি প্রত্যয়নপত্রের বিপরীতে উল্লিখিত স্থিত সমাপনী জের আইনের অধী ন নিবন্ধিত ব্যক্তি সমন্বিত আকারে হ্রাসকারী সমন্বয় সাধনের অধিকারী হইবেন।


এস.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুনজু , ২০২১ দ্বারা দফা নিম্নরূপ (খ) বিলুপ্ত।

[(খ) তাহার বিরুদ্ধে উক্ত আইন এর অধীন অনিষ্পন্ন কোনো মামলা থাকে; ]

স.আর.ও. নং-১৪০-আইন/২০২১/১৩৭-মূসক, তারিখঃ ০৩ জুনজু , ২০২১ দ্বারা দফা নিম্নরূপ (গ) বিলুপ্ত।

[ (গ) উক্ত আইন বা আইনের অধীন তাহার কোনো আপিল বা রিট অনিষ্পন্ন থাকে; বা ]

এস.আর.ও. নং-৪৪-আইন/২০২০/১৩২-মূসক, তারিখঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২১ দ্বারা ” ১০% (দশ শতাংশ)” এর পরিবর্তে প্রতিস্থাপিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top