বিধি ১১৫ – দলিলপত্রের প্রত্যায়িত অনুলিপি

উপ-বিধি (১) ধারা ১৩২ এর অধীন দলিলপত্রের প্রত্যায়িত অনুলিপি প্রাপ্তির লক্ষ্যে করদা তা ফরম “মূসক-১৮.২” এ কমিশনার বা তাহার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্ম র্তা বরাবর আবেদন করিবেন।

উপ-বিধি (২) উপ-বিধি (১) এর অধীন আবেদনের সহিত নিম্নবর্ণিতর্ণি হারে প্রযোজ্য ফি জমা প্রদান করিয়া ট্রেজারি চালান বা অনলাইনে জমার প্রমাণপত্র দাখিল করিতে হইবে, যথা : –

  • (ক) কাঙ্ক্ষিত দলিলপত্রের পৃষ্ঠা পৃ সংখ্যা ৫ (পাঁচপাঁ) বা তাহার কম হইলে ১০০ (একশত) টাকা; এবং
  • (খ) কা ঙ্ক্ষিত দলিলপত্রের পৃষ্ঠা পৃ সংখ্যা ৫ (পাঁচপাঁ) এর অধিক হইল প্রথম ৫ (পাঁচপাঁ) পৃষ্ঠা পৃ র জন্য ১০০ (একশত) টাকা এবং পরবর্তী প্রতি পৃষ্ঠা পৃ র জন্য ১০ (দশ) টাকা হারে।

উপ-বিধি (৩) ধারা ১৩২ এর শর্ত পূরণ হইলে বর্ণিতর্ণি আবেদন প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে কমিশনার বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্ম র্তা প্রার্থিতর্থি দলিলপত্র প্রত্যয়নপূর্বকর্ব আবেদনকারীকে সরবরাহ করিবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top