বিধি ১১১ – আবেদনের জন্য প্রয়োজনীয় দলিলাদি

মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনের সহিত আবেদনকারীকে নিম্নবর্ণিত দলিলাদি দাখিল করিতে হইবে, যথা:-

  • (ক) বয়স নির্ধারণের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ;
  • (খ) পাসপোর্ট আকারের ছবি;
  • (গ) সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদের কপি;
  • (ঘ) জাতীয় পরিচয়পত্রের কপি; এবং
  • [(ঙ) মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি এর অনুকূলে আবেদন ফি হিসাবে ৫ (পাঁচ) হাজার টাকা মূল্যমানের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট। ]

এস.আর.ও. নং-১৪২-আইন/২০২০/১০৩-মূসক, তারিখঃ ১১ জুন , ২০২০ দ্বারা নিম্নরূপ দফা (ঙ) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (ঙ) মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি এর অনুকূলে পরীক্ষার ফি হিসেবে ১০ (দশ) হাজার টাকা মূল্যমানের পে অর্ডার । ]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top