বিধি ১০৭ – সহায়তাকারীর সম্মানী

উপ-বিধি (১) আইন ও এই বিধিমালার আওতাভুক্ত কোনো বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আবেদনকারীর মনোনীত সহায়তাকারীকে নিম্নের টেবিলে সংশ্লিষ্ট বিরোধের ক্ষেত্রে উল্লিখিত পরিমাণ বা হারে বিরোধীয় বিষয়ের উপর সম্মানী ও মূল্য সংযোজন করসহ অন্যান্য কর (যদি প্রযোজ্য হয়) প্রদান করিতে হইবে, যথাঃ

টেবিল

উপ-বিধি বিরোধীয় বিষয় ও মূল্যবিরোধীয় বিষয় ও মূল্য
(ক)ন্যায্য বাজার মূল্য সংক্রান্ত বিরোধের ক্ষেত্রপ্ৰতি সভায় অংশ গ্রহণের জন্য ৫ (পাঁচ) হাজার টাকা
(খ)তর্কিত রাজস্ব ফাঁকি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে
১. ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা পর্যন্তবিরোধীয় মূল্যের ৫%
২. ২,০০,০০১ (দুই লক্ষ এক) টাকা হইতে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা পর্যন্তবিরোধীয় মূল্যের ৪% অনধিক ১৫ (পনের) হাজার টাকা
৩. ৫,০০,০০১ (পাঁচ লক্ষ এক) টাকা হইতে ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা পর্যন্তবিরোধীয় মূল্যের ৩% অনধিক ২৫ (পঁচিশ) হাজার টাকা
৪. ১০,০০,০০১ (দশ লক্ষ এক) টাকা হইতে ২৫,০০,০০০ (পঁচিশ লক্ষ) টাকা পর্যন্তবিরোধীয় মূল্যের ২.৫% অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা
৫. ২৫,০০,০০১ (পঁচিশ লক্ষ এক) টাকা এর ঊর্ধ্বেবিরোধীয় মূল্যের ২% অনধিক ১ (এক) লক্ষ টাকা
(গ)মূল্য সংযোজন কর সংক্রান্ত অন্যান্য বিরোধের ক্ষেত্রেপ্রতি সভায় অংশ গ্রহণের জন্য ৫ (পাঁচ) হাজার টাকা
(ঘ)টার্নওর্নভার কর সংক্রান্ত বিরোধের ক্ষেত্রেপ্রতি সভায় অংশ গ্রহণের জন্য ৩ (তিন) হাজার টাকা

উপ-বিধি (২) উপ-বিধি (১) এ বর্ণিত সম্মানী সংক্রান্ত ব্যয়ের ৫০% সরকার এবং ৫০% আবেদনকারী প্রদান করিবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top